E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় ২ ওসি সহ ৫ পুলিশ ক্লোজড

২০১৫ জানুয়ারি ২৯ ২১:১৪:৫৪
সিরাজগঞ্জে কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় ২ ওসি সহ ৫ পুলিশ ক্লোজড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর থানায় কলেজ ছাত্রী শাপলাকে নির্যাতনের ঘটনায় কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), একজন উপপরিদর্শক (এস আই), দুই নারী কনষ্টেবলসহ পাঁচজনকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার পুলিশ সুপারের দপ্তর থেকে এই আদেশ দেয়া হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলো কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল, পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক , উপ পরিদর্শক আশফাকুর রহমান, কনস্টেবেল রনি খাতুন ও সীমা খাতুন। সবাইকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে আনা হয়েছে।

সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা বিষয়টি স্বীকার করে বলেন কলেজ ছাত্রী নির্যাতনের ঘটনায় আপাতত তাদেরকে ক্লোজ করা হয়েছে পরে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে কাজীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য কাজীপুর উপজেলার আলমপুর গ্রামের গৃহবধু আছিয়া খাতুন হত্যার ঘটনায় কাজীপুরের একটি কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্রী শাপলাকে গত ২১ জানুয়ারী পুলিশ গ্রেফতার করে ছয় দিন থানা হাজতে আটকে রেখে নির্যাতন চালায়।
গত ২৭ জানুয়ারী শাপলাকে সিরাজগঞ্জ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় দেওয়া জবান বন্দীতে তার উপর নির্যাতনের বর্ণনা দেয়। পরে আদালতের বিচারক শাপলার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেয়।
দাখিলকৃত প্রতিবেদনে শাপলার শরীরের বিভিন্ন স্থানে জখমের বিষয়টি উল্লেখ করা হয়।এঘটনার প্রেক্ষিতে গতকাল বৃহষ্পতিবার উল্লেখিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ক্লোজ করা হলো।

(এসএস/এসসি/জানুয়ারি২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test