E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে প্রতারক চালক ও হেলপার গ্রেফতার

২০১৫ জানুয়ারি ৩১ ১৮:৫২:৪৪
নারায়ণগঞ্জে প্রতারক চালক ও হেলপার গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ছিনতাইয়ের নাটক সাজিয়ে ১৫ লাখ সুতা আত্মসাত করে শেষ রক্ষা হলো না প্রতারক চালক ও হেলপারের। পুলিশ চালক কামালউদ্দিন ও হেলপার সুমনকে গ্রেফতার করেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার (৩১ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে। এ ব্যপারে সুতার মালিকের প্রতিনিধি কাইউম মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি মোঃ আলমগীর (পিপিএম) জানান, শুক্রবার (৩০ জানুয়ারী) রাতে চট্রগ্রাম থেকে অনুপম ট্রান্সপোর্টের একটি কভার্ডভ্যান (যার নং ঢাকা মেট্রো-ই ১৪-০০৯৫) ১৪২ কাটৃুন সুতা নিয়ে নরসিংদী জেলার পাচঁদোনার উদ্দেশ্যে রওনা হয়। দিবাগত রাত ৩ টায় ঢাকা-সিলেট মহাসড়কের বান্টি এলাকায় একদল ছিনতাইকারী মাইক্রোবাস দিয়ে কভার্ডভ্যানের গতিরোধ করে এবং চালক ও হেলাপাড়কে বেঁধে ফেলে। এরপর তাদেরকে রূপগঞ্জে ফেলে রেখে ছিনতাইচক্র সুতাসহ কভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। শনিবার সকালে আড়াইহাজার থানায় এসে চালক কামালউদ্দিন ও হেলপার সুমন পুলিশের কাছে সুতাসহ কভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনার বর্ননা দেয়। তাদের বর্ণনা শুণে কর্তব্যরত পুলিশর সন্দেহ হয়। এক পর্যায়ে আটক করে পুরিশ সুতার মালিককে সংবাদ দেয়।

এদিকে পুলিশের জেরায় চালক ও হেলপার মালামাল আত্মসাতের বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় সুতার মালিকের প্রতিনিধি কাইউম মিয়া বাদী হয়ে চালক কামালউদ্দিনও হেলপার সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামী করে মালামাল আত্মসাত ও প্রতারনার মামলা দায়ের করেন। মামলা নং ১৬ তারিখ ৩১/০১/২০১৫ ইং। ওসি আরও জানান সুতাসহ কভার্ডভ্যানটি উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

(ইএ/পি/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test