E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরভিটা সীমান্তে আরো তিন বাংলাদেশী আটক

২০১৫ ফেব্রুয়ারি ০২ ১২:৩১:২৬
নাগরভিটা সীমান্তে আরো তিন বাংলাদেশী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ১২ ঘণ্টার ব্যবধানে আরো তিন বাংলাদেশী শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 

আটক শ্রমিকরা হলেন-বালিয়াঙ্গী উপজেলার সমিরনগর ৪ নম্বর কলোনি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে সাদেকুল (৩০), আব্দুল হামিদের ছেলে আলম হোসেন (২৫), শকর উদ্দিনের ছেলে জমির উদ্দিন(২৭)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টায় সীমান্তের ৩৭৮ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের চোরভিটা এলাকা থেকে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগড় ক্যাম্পের জওয়ানরা তাদের আটক করে।

এর আগে রোববার বিকেল ৫টায় ওই সীমান্তের ভারতের অভ্যন্তরে জাহিদুল ইসলাম (২৯) নামে আরো এক বাংলাদেশি শ্রমিককে আটক করে বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে ওই তিন বাংলাদেশী শ্রমিক কাজের উদ্দেশে ভারতে যান। সোমবার তারা বাড়ি ফেরার পথে বিএসএফের হাতে আটক হন।
ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস আরো তিন বাংলাদেশিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চারজনকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। দুপুরের পর বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test