E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে ডুবতে গিয়েও অল্পের জন্য রক্ষা পেল কয়লাবাহী কার্গো

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৮:৪২:০৩
সুন্দরবনে ডুবতে গিয়েও অল্পের জন্য রক্ষা পেল কয়লাবাহী কার্গো

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে এবার অল্পের জন্য রক্ষা পেল কয়লা ভর্তি কার্গো এমভি চয়ন -১। সোমবার ভোরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করা এমভি চয়ন-১ নামের কয়লা বোঝাই কার্গোটিকে অপর একটি কার্গোর ধাক্কায় পাশ ফেটে দ্রুত পানি উঠতে শুরু করে । এসময় দুর্ঘটনা কবলিত কয়লা বোঝাই কার্গোটির মাষ্টার নিরাপদে সরিয়ে তীরে নিয়ে এসে দ্রুত কয়লা খালাসের কাজ শুরু করে।

কার্গো এমভি চয়ন-১ এর মাস্টার তরিকুল ইসলাম বলেন,‘সোমবার ভোর ৬ টার দিকে মেসার্স শাহ আলম কোম্পানির এমভি চয়ন-১ নামের কার্গোতে মংলা থেকে ২৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে পথিমধ্যে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসের সামনে নোঙ্গর করে। এসময় অপরদিক থেকে আসা এমভি মেহেদী-৫ নামের একটি রাইটারেজ জাহাজ কোষ্টার এমভি চয়ন-১ কে ধাক্কা দেয়। এতে কার্গোটিতে পাশে ফাটল দেখা দেয়। এসময় কার্গো মাস্টার দ্রুত ক্ষতিগ্রস্ত কার্গোটি চালিয়ে সুন্দবনের ভোলা নদীর চরে সরিয়ে নেয়। পরে সুন্দরবন বভাগ ও স্থানীয় লোকজনের সহায়তায় ঈগল নামের অপর একটি জাহাজে কয়লা অপসারণের কাজ শুরু করে।

এমভি চয়ন-১ এর সত্তাধিকারী মো: শাহ আলম বলেন, ‘আমার কার্গোতে ধাক্কা দেয়ার ঘটনায় এমভি মেহেদী-৫ নামের কোষ্টার জাহাজের বিরুদ্ধে শরনখোলা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। কার্গোটি ফেটে যাওয়ায় প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ বলেন, কয়লাবাহী কার্গোর পাশের একটি অংশ ফেটে গেলেও সুন্দরবনের নদীতে কোন কয়লা পড়েনি। এমনকি সুন্দরবনের কোন ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, এখন সর্তক ভাবে জাহাজের সব কয়লা অপসারণের কাজ চলছে। সেখানে আমাদের বন বিভাগের নজরদারী রয়েছে।

এরআগে গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে সাউদার্ন স্টার-৭ নামে একটি অয়েল ট্যাঙ্কার ডুবে যায়। সুন্দরবনে ছড়িয়ে পড়ে ফার্নেস অয়েল। এরপর শুরু হয় তোলপাড় । সুন্দরবনের জীব-বৈচিত্র্য বাঁচাতে ছুটে আসে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test