E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বিএনপি-যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৬:১৫:৫৫
নওগাঁয় বিএনপি-যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

নওগাঁ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ ও হরতাল প্রত্যাখ্যান করে নওগাঁয় আওয়ামীলীগের রাজপথে সমাবেশ ও অবস্থান কর্মসূচী অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার সকালে শহরের দয়ালের মেড়ে যুবলীগের হরতাল বিরোধী মিছিলে হামলা হলে হরতাল সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ  ঠেকাতে পুলিশ ২ রাউন্ড টিআর শেল ও ৪ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে।

জেলা যুবলীগের আহ্বায়ক এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিলসহ শহরের দয়ালের মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে যানবাহন চলাচলে সাধারন মানুষকে সহায়তা করা হয়। এসময় সেখানে অবস্থানরত বিএনপি-জামায়াত জোটের হরতাল সমর্থকরা আকষ্মিকভাবে তাদের ওপর হামলা করে। তারা বেপরোয়াভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। জেলা বিএনপির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু জানান, তাদের অবস্থানে যুবলীগ মিছিলসহ হামলা করে। হামলায় বিএনপি নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, যুবদল নেতা খালিদ হাসান লিপ্ত ও ছাত্রদলের ফরহাদ হোসেন আহত হয় বলে দাবি করেন তিনি। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশ টিআর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এঘটনায় কেউ আহত হয়েছে বলে তার জানা নেই। অপর দিকে সকাল ১০টার দিকে অবরোধ-হরতাল প্রতিরোধের লক্ষ্যে শহরের মাংসহাটির মোড়ে আওয়ামীলীগ অবস্থান নেয়। ওই মোড়ে বিএনপি-জামায়াত হরতাল সমর্থনে পিকেটিং করছিল। সেখানে আওয়ামীলীগের অবস্থান দেখে বিএনপি বিক্ষোভ মিছিল করে ওই মোড় ত্যাগ করে। এসময় চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সেখানে আওয়ামীলীগের হরতাল প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল মালেক সেখানে বক্তব্য রাখেন। সেখানে এমপির নেতৃত্বে স্বাভাবিকভাকে রাস্তায় যানবাহন চলাচলে সহায়তা করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। পুলিশ ও আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে পিকেটাররা সেখান থেকে কেটে পড়ে।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)




পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test