E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীর মাদ্রাসায় নিয়োগ বানিজ্য

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৭:২৩:১১
রাঙ্গাবালীর মাদ্রাসায় নিয়োগ বানিজ্য

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে আমলীবাড়ীয়া কামিল মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে।

মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষক ও লাইব্রেরীয়ান নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা মাহামুদ, এ টাকা হাতিয়ে নিয়েছেন বলে ম্যানেজিং কমিটির সদস্যরা জানিয়েছেন। খোজ নিয়ে জানা গেছে আমলীবাড়ীয়া কামিল মাদ্রাসায় শিক্ষক কোঠা খালি থাকায় মোঃ আখতারুজ্জামান, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ ফারুক উজ্জামান কে শিক্ষক ও র্মোশেদা বেগম কে লাইব্রেরীয়ান পদে নিয়োগ দেয়া হয়। এদের কাছ থেকে ৬ লাখ ২৪ হাজার টাকা আদায় করে নিয়োগ দেয়া হয়েছে বলে একাধীক সূত্রে জানা গেছে। সূত্র আরও জানান, ২০০৯ সালে পেপার বিজ্ঞপ্তি ছাড়াই অধ্যক্ষ্য পদে নিয়োজিত মাওলানা মাহামুদ উপবৃত্তি, পরীক্ষার্থীদের ফরম পূরনের অতিরিক্ত টাকা সহ মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন খাতের টাকা আত্বসাৎ করে আসছেন। মাওলানা মাহামুদ এর কাছে জানতে চাইলে তিনি এ অভিযোগ অস্বিকার করেন। নব নিয়োজিত শিক্ষকরা এ ব্যপারে কিছু বলতে রাজি হননি। ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
(আরআর/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)





পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test