E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নিপা ভাইরাসে আরো ১শিশু আক্রান্ত

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ২৩:২৬:২৬
নওগাঁয় নিপা ভাইরাসে আরো ১শিশু আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিপা ভাইরাসে শিশুসহ তিনজনের মৃত্যুর পর আরো এক শিশু আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। আক্রান্ত শিশুটির নাম সবুজ (১২)। সে উপজেলার মান্দা সদর ইউনিয়নের চকমোনসব গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নতুন করে নিপা ভাইরাস সংক্রমণের এ সংবাদে এলাকার সর্বত্র এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নওগাঁ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। জারী করা হয়েছে সতর্ক অবস্থা।

এদিকে নিপা আক্রান্ত সবুজকে হাসপাতালে নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন স্থানীয় স্বাস্থ্য কর্মীরা। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশু সবুজের মা মর্জিনা বিবি জানান, গত ২৮ জানুয়ারি সকালে সবুজ খেজুরের রস পান করে। বুধবার সকাল থেকে সে জ্বরে আক্রান্ত হয়। সঙ্গে মাথা ব্যথাও রয়েছে। বৃহস্পতিবার তিন দফায় বমন করে সে। শ্বাসকষ্টও অনুভব করছে। এসব লক্ষণ দেখে স্থানীয় স্বাস্থ্য কর্মীরা ধারণা করছেন শিশু সবুজ নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোস্তফা জানান, নিপা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ওই গ্রামে গিয়ে সবুজের বিষয়টি তারা জানতে পারেন। তাৎক্ষনিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। শিশুটিকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেও পরিবারের অসহযোগিতার কারণে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

নওগাঁর সিভিল সার্জন একেএম মোজাহার হোসেন বুরবুল জানান, প্রাথমিক লক্ষণে শিশুটি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে। স্থানীয় স্বাস্থ্য কর্মীরা শিশুটিকে হাসপাতালে নিতে ব্যর্থ হন। পরে তিনি পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার বিকেলে রামেক হাসপাতালে ভর্তির ব্যবস্থা নিয়েছেন। সিভিল সার্জন বলেন, শিশুটির রক্ত, লালাসহ বিভিন্ন পরীক্ষারও উদ্যোগ নেয়া হয়েছে।

এ অবস্থায় নওগাঁ জেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সকলকে স্ব-স্ব কর্মস্থালে সর্তক অবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে সিভিল সার্জন জানিয়েছেন ।

এদিকে নিপা সংক্রমনে গণসচেতনতা সৃষ্টি করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, অধিদপ্তরের নির্দেশে উপজেলার ১৪ ইউনিয়নে ৮ হাজার ১১১ খেজুর গাছ ও ৬৬৪ জন গাছির তালিকা তৈরি করা হয়েছে। এলাকাভিত্তিক স্বাস্থ্য কর্মীদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে। অবিলম্বে এসব গাছিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালারও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সুত্রটি জানায়। এছাড়া এলাকায় লিফলেট ও মাইকিং প্রচারণার মাধ্যমে জনসচেতনতার কাজ শুরু করা হয়েছে। স্বাস্থ্য কর্মীরা পাড়ায় পাড়ায় ঘুরে নিপা আক্রান্তের সন্ধান করে যাচ্ছে।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নিপাহ ভাইরাস আক্রান্ত হয়ে উপজেলার ভালাইন গ্রামের শিশু আপেল মাহমুদ (১১) ও কাওসার আলীসহ (১৩) বালুবাজার গ্রামের হাফিজুল ইসলাম (২৫) নামে এক যুবক রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার পর থেকে নিপা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

(বিএম/এসসি/ফেব্রুয়ারি০৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test