E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ছাত্রদল নেতাদের বাড়িতে তল্লাশি ও ভাংচুর

২০১৫ ফেব্রুয়ারি ১১ ১৭:১০:২৪
রায়পুরে ছাত্রদল নেতাদের বাড়িতে তল্লাশি ও ভাংচুর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কয়েকজন ছাত্রদল নেতার বাড়িতে তল্লাশী চালিয়েছে যৌথ বাহিনী। ওই সময় তারা বাড়ির বসত ঘরে ঢুকে রান্নার চুলাসহ আসবাবপত্র ভাংচুর ও কম্বলে পানি ঢেলে দেয় বলে পরিবারগুলোর অভিযোগ। ঘটনার পর থেকে তাদের মাঝে উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দেনায়েতপুরে (৬নং ওয়ার্ডের টিএন্ডটি সড়ক) এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, সন্ধ্যায় বিজিবি, ডিবি ও রায়পুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশী করতে যায় পৌরশহরের দেনায়েতপুর গ্রামে। ওই সময় তারা পৌর ছাত্রদল নেতা শাহরিয়ার ফয়সাল, জিহাদ হোসেন বাপ্পী, মো. লালনের বাড়িতে যান। ওই সময় তাদেরকে না পেয়ে বসত ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর, শীতবস্ত্র (কম্বল) পানিতে ভেজানো ও রান্নার কয়েকটি চুলা ভেঙ্গে দিয়ে আসে।
ছাত্রদল নেতা ফয়সালের পিতা ব্যবসায়ী আফির উদ্দিন (৫৫) ও বাপ্পীর মা রেখা বেগম (৪০) বলেন, ছেলেদের না পেয়ে তল্লাশীর নামে যৌথ বাহিনী শুধু ভাংচুর করেই ক্ষান্ত হয়নি। তারা আমাদের রাতের ঘুম বিঘ্নিত করতে কম্বলে পানি ঢেলে ভিজিয়ে দেয়। খাওয়া-দাওয়ায় প্রতিবন্ধকাত সৃষ্টি করতে ভেঙ্গে দেয় রান্নার চুলাও। রাজনীতি করে তারা যদি অপরাধ করে থাকে তবে অবশ্যই আইনের গতিতে তা হওয়া উচিত। আমরাতো কোনো অন্যায় করিনি, তবে কেনো আমাদের সাথে এ জঘন্য আচরণ।
রায়পুর থানার এসআই আবুল বাশার বলেন, ছাত্রদল নেতারা মামলার আসামী হওয়ায় এবং হরতাল-অবরোধে পিকেটিং ও গাড়ি ভাংচুরে জড়িত থাকায় লক্ষ্মীপুরের ডিবি পুলিশের ওসি ও বিজিবি অভিযান চালিয়েছে। রায়পুর থানা এলাকায় হওয়ায় রায়পুর থানার পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে মাত্র।
(এমআরএস/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)






পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test