E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার,  নিখোঁজ ২

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৪:৩৪:৫৯
বরগুনায় ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার,  নিখোঁজ ২

বরগুনা প্রতিনিধি : শুক্রবার দুপুর ১ টার দিকে বরগুনা তালতলী উপজেলার তেতুলবাড়িয়ার পায়রা নদীর মোহনায় মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ট্রলার ডুবিতে ৫জনের লাশ উদ্ধার করা হয়েছে এখনো  নিখোঁজ রয়েছেন ২জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনার বামনা উপজেলার চলাভাংগা দরবারশরীফের বাৎসরিক মাহফিল শুনতে আসার পথে যাত্রীবাহী ট্রলার ডুবিতে ৫ জনের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে দুইজনের পরিচয় পাওয়াগেছে। এরা হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার ঝাউবন এলাকার জয়নাল আবেদীন (৬০) ও লক্ষ্মীপুরার ছয়জদ্দিন চৌকিদার (৫৫)। এছাড়া নিখোজ রয়েছে, আরো ২ জন। আবদুল কাদেরের মালিকানাধীন ট্রলারে ২ শতাধিক যাত্রীসহ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তারা কুয়াকাটা থেকে চলাভাঙ্গা রওনা দিয়েছিলো।

ট্রলার ডুবিতে উদ্ধার হওয়া যাত্রী আলীপুর বাজারের মৎস্য ব্যবসায়ী চান মিয়া জানান, কুয়াকাটা থেকে বরগুনার বামনা উপজেলায় চলাভাঙ্গা দরবার শরীফে মাহফিলে আসতে ২শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি রওনা হয়েছিলো। তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া নামক স্থানে আসার পরে হঠাৎ করে ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় যাত্রীরা হুড়োহুড়ি শুর” করে দেয়। ধারন ক্ষমতার অধিক যাত্রী থাকায় এবং হুরোহুরিতে ট্রলারটি ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরিয়ে কিনারে উঠতে পারলেও অনেকে হাবুডুবু করছিলো।

নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী দুলাল ফরাজী জানান, অনেক যাত্রীকে তারা মাছ ধরা ট্রলার নিয়ে উদ্ধার করেছেন। তিনি আরো জানান, যাত্রীদের দেয়া তথ্য মতে এখন পর্যন্ত ৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে। ট্রলার ডুবির এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন চলাভাঙ্গা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহা. সায়াদ হোসেন।

উল্লেখ্য, বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দরবার শরীফে শুক্রবার থেকে তিন দিনব্যাপী মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই মাহফিলে যাবার পথেই এ দুর্ঘটনা ঘটেছে।

(এমএইচ/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)


পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test