E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৫:২৭
রায়পুরে নাশকতা বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের নামে নৈরাজ্য, সহিংসতা, নাশকতা ও পেট্রোলবোমা হামলার প্রতিবাদে শুক্রবার সকালে শহরের প্রাইম ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ছাত্রযুব ঐক্য পরিষদ নেতৃবৃন্ধ।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ “পেট্রোল বোমা মেরে নিরিহ মানুষ হত্যা বন্ধ কর” ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও, চাই শান্তির বাংলাদেশ, মানুষ হত্যার বিরুদ্ধে জেগে উঠো বাংলাদেশ’ “হরতাল-অবরোধ আইন করে বন্ধ কর” ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে। এসময় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রায়পুর উপজেলা শাখার সভাপতি সংগ্রাম অধিকারী, সহ-সভাপতি মহাদেব সাহা, উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর পাল, পুজা উদযাপন পরিষদ সভাপতি ডা. অমৃতলাল নাথ, সাধারণ সম্পাদক হরিপদ পাল, ছাত্রযুব ঐক্য পরিষদ সভাপতি তুষার কান্তি রায়, সহ-সভাপতি সুজন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুদেব কুরী, সাংগঠনিক সম্পাদক রুপম সাহা, পৌর সভাপতি সুমন কান্তি দে, সাধারণ সম্পাদক সুকান্ত মজুমদার, সাংগঠনিক সম্পাদক জীবন কুরী প্রমুখ।

(পিকেআর/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test