E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও ছড়া লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০১৫ ফেব্রুয়ারি ১৩ ১৫:১২:৩৮
কিশোরগঞ্জে চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও ছড়া লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি : ‘ছড়ার দেশে ছড়ার ছন্দে,এসো মিলি মহানন্দে’ এ শ্লোগানে কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদ আগামী ৫,৬ ও ৭ মার্চ ১১তম কিশোরগঞ্জ ছড়া উৎসব উদযাপন উপলক্ষে শুক্রবার কিশোরগঞ্জ শহর সমবায় ভবন প্রাঙ্গনে শিশু শ্রেণী থেকে কলেজ/বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে  চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও ছড়া লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা বিষয়ের উপর ছবি অংকন, আবৃত্তি, রচনা ও ছড়া লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, আগামী ৫,৬ ও ৭ মার্চ ১১তম কিশোরগঞ্জ ছড়া উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ জানান এবারের ১১তম ছড়া উৎসবে দেশের বরেণ্য ছড়াকারসহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কবি সাহিত্যিকগণ আসবেন বলে আশা করছেন ।

(পিকেএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test