E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসা

২০১৫ ফেব্রুয়ারি ১৪ ১২:৩২:৫৪
বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসা

বাগেরহাট প্রতিনধি : বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার মানুষ শনিবার সকালে সুন্দরবনকে ভালোবেসে পালন করলো ‘সুন্দরবন দিবস’। আমাদের জাতীয় সম্পদ-বিশ্বের সম্পদ সুন্দরবন সুরক্ষায় সুন্দরবন সন্নিহিত জেলাগুলোর মানুষ ২০০১ সাল থেকে বিশ্ব ভালোবাসা দিবসটিকে বেছে নিয়েছে সুন্দরবনের জীব-বৈচিত্র্যকে ভালোবাসতে। ওই বছর এই দিনে খুলনায় তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহম্মেদ প্রথম সুন্দরবন সম্মেলনের উদ্ভোধন করেছিলেন। এরপর থেকে বেসরকারী ভাবে ভালোবাসা দিবসে পালিত হয়ে আসছে সুন্দরবন দিবস হিসেবে।

শনিবার সকালে বাগেরহাটের সাংবাদিকরা ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এই শ্নোগানকে সামনে রেখে প্রেসক্লাবের উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে বাগরহাট প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মো: শাহ আরম টুকুর সবাপতিত্বে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। অন্যানদের মধ্যে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শাহ আলম সরদার, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো: আমির হোসাইন চৌধুরী, শিক্ষাবিদ আধ্যাপক মোজাফ্ফর হোসেন,প্রবীন আইনবীদ ও সাস্কৃতিক ব্যাক্তিত্ব জাহাঙ্গীর আলী বাবু , সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আহম্মেদ, সনাক সভাপতি এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু , প্রবীন সাংবাদিক অধ্যাপক এবিএম মোর্শারফ হুসাইন, ক্যাবের সভাপতি বাবুল সরদার, অধ্যাপক খন্দকার আসিফ উদ্দিন রাখি,ইয়ামিন আলী, অনিতা রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ প্রমুখ্য।
প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি তার বক্তত্বে বলেন, সুন্দরবন বাচঁলে, দেশ বাচঁবে - আমরা বাচঁবো। আগামীতে সরকারী ভাবে এই দিনটি পালনের জন্য আমি উদ্যোগ গ্রহন করবো। সুন্দরবনের জীব-বৈচিত্র্যকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে । যাতে করে আর সুন্দরবনে শ্যালা নদীতে র্ফানেস অয়েল ট্যাংকার ডুবির ঘটনা না ঘটে।

(একে/পিবি/ফেব্রুয়ারি ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test