E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের উপকূলে বনদস্যুদের হামলা

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৩:৪২:২১
সুন্দরবনের উপকূলে বনদস্যুদের হামলা

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে অদূরে রবিবার রাত ১০টার দিকে ৩টি ফিশিং ট্রলারে বনদস্যুদের হামলায় ৮ জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জেলেরা হলো খোকন মিয়া, লিটন মিয়া, নুরুল ইসলাম, কবির মিয়া, মাসুদ মিয়া, সাইদুল ইসলাম, লিটু মিয়া ও ফোরকান  এদের মধ্যে খোকন, মাসুদ, কবির ও নুরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। আহত জেলেদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাথরঘাটায় নিয়ে আসা হচ্ছে। কোস্টগার্ড ও ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড ও এফবি মোহসিন আউলিয়া ট্রলার ৩টির মালিক আলম মোল্লা জানান, তার এফবি মোহসিন আউলিয়া-১, এফবি মোহসিন আউলিয়া-৩ ও এফবি মোহসিন আউলিয়া-৪ ট্রলার ৩টি রবিবার রাতে সুন্দরবন উপকুলে ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরছিল। রাত ১০টার দিকে গভীর সমুদ্র থেকে দুটি ট্রলার যোগে ২৫/৩০ জনের একদল বনদস্যু তার ৩টি ট্রলারে ডাকাতির চেষ্টা করে। এসময় টের পেয়ে জেলেরা ট্রলার নিয়ে পালাতে চেষ্টা করলে বনদস্যুরা তাদের গভীর সমুদ্রে যেতে বাধ্য করে। এসময় বনদস্যুরা ৩টি ট্রলারে থাকা ৪৫ জন জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। বনদস্যুদের গুলিতে ৮ জেলে আহত হয়। এদের মধ্যে আশংকাজনক ৪ জেলের শরীরে বিভিন্নস্থনে ৩৫/৪০টি ছররা গুলি লেগেছে। অন্য জেলেরা আহত জেলেদের নিয়ে পাথারঘাটার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
কোস্টাগার্ড পাথরঘাটা স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান দুপুরে জানান, তিনি ট্রলার ৩টির মালিক ও ট্রলার মালিক সমিতি সূত্রে খবরটি নিশ্চিত হয়েছেন। তবে কোন বনদস্যু বাহিনী এঘটনার সাথে জড়িত তা তিনি নিশ্চিত করে জানাতে পারেনি।
(একে/পিবি/ফেব্রুয়ারি ১৬,২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test