E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধে ছাত্রমৈত্রীর বিক্ষোভ মিছিল

২০১৫ ফেব্রুয়ারি ১৬ ১৮:১৪:০৫
সাতক্ষীরায় সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধে ছাত্রমৈত্রীর বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি : দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার জন্য বিএনপির নেতৃত্বাধীন জামায়াত জোট হরতাল ও অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে ছাত্রজীবনের প্রথম পরীক্ষা এসএসসি’র স্বাদ না বোঝা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতাল ডেকে পরীক্ষা বন্ধ করে দিয়ে ১৫ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছেন। হরতালের ফলে দেশের অর্থনীতি থমকে গেছে। এসবের হাত থেকে রক্ষা পেতে হলে ছাত্রমৈত্রীর সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবে।

সোমবার দুপুর ১২টায় সাতক্ষীরা সরকাাির কলেজের শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. ফাহিমুল হক কিসলু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর সাধারন সম্পাদক দেবাশীষ মণ্ডলের সভাপতিত্বে চলমান সহিংসতা প্রতিরোধ, সকল প্রকার দুর্নীতি, ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্য, দখলদারিত্ব ও মৌলবাদি অশুভ তৎপরতা বন্ধে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মিজানুর রহমান, ছাত্রমৈত্রীর খুলনা বিভাগীয় সাবেক সাধারন সম্পাদক হিরন্ময় মণ্ডল, ছাদেকুর রহমান ছাদেক, সাবেক ছাত্রনেতা শরিফুল্লাহ কায়সার সুমন, সরকারি কলেজ ছাত্রমৈত্রীর সভাপতি বিশ্বনাথ কয়াল, সাধারন সম্পাদক পলাশ দাস, সাংগঠণিক সম্পাদক প্রনয় সরকার, যুবমৈত্রীর সদস্য দীপঙ্কর মণ্ডল, সুব্রত সরকার শুভ, নিখিল সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ একজন দুর্নীতিবাজ। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সভা সমাবেশ করায় পরিকল্পিতভাবে সরকারি কলেজে ছাত্রমৈত্রীর ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারি ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এসবের প্রতিকার না হলে ওই অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যহত রাখা হবে।

এর আগে শহরের শহীদ রিমু চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test