E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বিনামূল্যের বই ও উপবৃত্তি না পাওয়ার অভিযোগ

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১৬:১৬:৩৬
বরগুনায় বিনামূল্যের বই ও উপবৃত্তি না পাওয়ার অভিযোগ

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া পি.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই ও উপবৃত্তির টাকা পেতে প্রধান শিক্ষককে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী লিখিত অভিযোগে উল্লেখ করে, বিনামূল্যে বিতরণকৃত বই বাবদ একশ টাকা এবং উপবৃত্তির টাকা থেকে ৩০০ টাকা করে কেটে রেখে দিয়েছে প্রধান শিক্ষক। এসব হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কাছ থেকে বই ও উপবৃত্তি পাইয়ে দেওয়া বাবদ ২৫ হাজার টাকা নিয়েছেন বলে দাবি করেন অভিবাবকরা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ন কবির বলেন, যদিও এভাবে টাকা নেওয়া অনিয়ম কিন্তু সেশন চার্জ সময়মতো অনেকেই দিতে চায়না যার জন্য এভাবে টাকা নেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুকুমার চন্দ্র হালদার জানান, বুঝে শুনে অনিয়ম করাটা অপরাধ। যেখানে বিনামূল্যে বিতরণের জন্য শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। সেখানে কোন টাকা নেওয়ার প্রশ্নই আসে না। উপবৃত্তির টাকা থেকেও কোন টাকা রাখার সুযোগ নেই। অভিযোগের ব্যাপারে তিনি খোঁজ নিবেন বলে জানান।
(এমএইচ/পিবি/ফেব্রুয়ারি ১৭,২০১৫)





পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test