E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণের হাতে হেনস্তা হওয়ার আগেই কর্মসূচী প্রত্যাহারের আহবান’

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১৬:৪২:০২
‘জনগণের হাতে হেনস্তা হওয়ার আগেই কর্মসূচী প্রত্যাহারের আহবান’

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জনগণের হাতে হেনস্থা হওয়ার আগেই অবরোধ ও হরতালের মত গণবিরোধী কর্মসূচী প্রত্যাহারের জন্য বিএনপি’র প্রধান খালেদা জিয়া ও ২০ দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানালেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় শাহজাদপুরের বাঘাবাড়ী মিল্কভিটা রেষ্ট হাউজ হল রুমে দেশের চলমান পরিস্থিতিতে বাঘাবাড়ীতে সার, জ্বালানী তেল মজুদ ও সরবরাহ ব্যবস্থাপনা এবং মিল্কভিটার উৎপাদিত পন্য পরিবহনের বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার পিপিএম, বিজিবি রাজশাহীর সেক্টর কমান্ডার কর্ণেল কে,এম, ফেরদাউসুল শাহাব, রাজশাহী বিভাগীয় এনএসআই এর যুগ্ম-পরিচালক শেখ গোলাম মুকতাদের, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ইমরান হোসেন সহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান। এদিনের একটানা দীর্ঘ সময় ধরে মত বিনিময় সভায় বাঘাবাড়ী নৌবন্দর থেকে সার, জ্বালানী তেল ও মিল্কভিটার উৎপাদিত পন্যসহ সকল পন্য উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ আহবান জানান। তিনি আরো বলেন পরিহন সেক্টরে যারা কাজ করছেন, বিশেষ করে গাড়ীর চালক ও হেলপারদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য তিনি উত্তরাঞ্চলের ১৬ জেলার সকল আইন শৃঙ্খলা বাহিনীদের আরো তৎপর হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন অবরোধ ও হরতাল উপেক্ষা করে উত্তরাঞ্চলের কৃষকদের কাছে সময়মত সার ও ডিজেল পৌছে দেওয়ার জন্য শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ছাড়াও বন্দর শ্রমিক ও পরিবহন শ্রমিকদের প্রতি ধন্যবাদ জানান।
বিশেষ অতিথিন বক্তব্যে রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার পিপিএম বলেন চলমান অবরোধ ও হরতালে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য জনগন পুলিশ প্রশাসনকে যে সহযোগীতা করছে তার জন্য তিনি জনগনের প্রতি ধন্যবাদ জানান। এ মত বিনিময় সভায় শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান উপস্থিত ছিলেন।এদিনের মত বিনিময় সভায় পাবনা জেলার বেড়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামীম আলমসহ সংশ্লিষ্ট উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) উপস্থিত ছিলেন।

(এআরপি/পিবি/ফেব্রুয়ারি ১৭,২০১৫)





পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test