E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে সরকারি উদ্যোগে বিনামূল্যে সোলার বিতরণ

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১৮:১৯:৩৭
মহাদেবপুরে সরকারি উদ্যোগে বিনামূল্যে সোলার বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সরকারি উদ্যোগে বিনামূল্যে সোলার বিতরণ করা হয়েছে। এই সোলার সিস্টেমের মাধ্যমে অন্ধকার ঘরে আলোর ঝলকানি পেয়ে হাস্য উজ্জল হয়ে উঠেছে এখানকার হতদরিদ্র পরিবারের লোকজনের মুখ।

উপজেলার বিভিন্ন স্থানে সরকারিভাবে বরাদ্দকৃত আশ্রয়ণ প্রকল্পে এবং অন্যান্য এলাকায় বসবাসরত হতদরিদ্র পরিবারের লোকজন নাগরিক সুযোগ সুবিধা প্রাপ্তি থেকে অনেক ক্ষেত্রেই যুগ যুগ ধরে বঞ্চিত ছিল। নাগরিক সুবিধা বঞ্চিত ওইসব পরিবারে সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে কাবিখা ও টিআর প্রকল্পের মাধ্যমে এসব সোলার দেয়া হয়। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের চকহরিবল্লভ আশ্রয়ণ প্রকল্পে ৬৫টি, হাতুড় ইউনিয়নের বিলশিকারী আশ্রয়ণ প্রকল্পে ৪০টি ও খাজুর ইউনিয়নের রোনাইল পীরপুকুর গ্রামে বসবাসরত ৩০টি হতদরিদ্র পরিবারে এবং ওই আশ্রয়ণ প্রকল্পে ২টি মসজিদ, ২টি কমিউনিটি সেন্টারে সোলার সিস্টেমের মাধ্যমে আলোকিত করা হয়েছে। সোমবার এসব সোলার সিস্টেমের মাধ্যমে আলোকিত প্রকল্পগুলোর উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। ওই সব প্রকল্পে বসবাসরত রুজিনা বেগম, সাহারা খাতুন, মোসলেম উদ্দীন, শেফালী বেগম, সাথী, জেসমিন আরা, সাবিনা ইয়াসমিন ও লিলি আক্তার বলেন, আমরা ধরেই নিয়েছিলাম সারাটা জীবন কুপির আলোতেই রাত কাটাতে হবে আমাদের। কোন দিন স্বপ্নেও ভাবিনি যে তাদের বাড়ি ঘরে সরকার বিনামূল্যে সোলার সিস্টেমের মাধ্যমে অন্ধকার দুর করে আলো জ্বালাবে। তাদের পরিবারের সন্তানরা কুপির আলোর পরিবর্তে সোলারের আলোয় লেখাপড়া করতে পারবে। এখন এর মাধ্যমে আমরা ইলেকট্রিক পাখার বাতাসসহ এখন দেখতে পাব টেলিভিশনের বিভিন্ন সংবাদ ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। আনন্দে আবেগ আপ্লুত হয়েই তারা এসব কথা বলেছেন ।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মুলতান উদ্দীন জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে কাবিখা ও টিআর প্রকল্পের মাধ্যমে চলতি অর্থ বছর পর্যায়ক্রমে উপজেলার আরও অন্যান্য গ্রামে এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হত দরিদ্র পরিবারে ৫ শতাধিক সোলার বিনামূল্যে বিতরণ করা হবে। এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test