E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সহিংসতা বন্ধের দাবিতে পাথরঘাটায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৭:২৬:২৬
সহিংসতা বন্ধের দাবিতে পাথরঘাটায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধ : ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের নামে সহিংসতার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মানববন্ধন করা হয়।  বুধবার  বেলা সাড়ে ১২টার দিকে পাথরঘাটা- ঢাকা মহাসড়কের কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানবন্ধনে উপজেলা পর্যায় সকল মুক্তিযেরাদ্ধা, উত্তর তালুক চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা বর্তমানে ২০ দলীয় জোটের লাগাতার হরতাল ও অবরোধের নামে মানুষ পোড়ানো এবং জ্বালাও পোড়াওয়ের তীব্র প্রতিবাদন জানান। কাঠালতলী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘রাক্ষুসে খালেদা জিয়া শুধু দেশকেই ধ্বংস করছে না, পুড়ো জাতিকে ধ্বংস করছে। চলমান এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ব্যহত করছে।’ বক্তারা অবিল্বে এ সহিংসতা থেকে মুক্ত চায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আবদুল মান্নান হাওলাদার, জাকির হোসেন তালুকদার প্রমুখ।
(এমসিএইচ/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)



পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test