E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে সভা

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৯:১৬:৩৫
নওগাঁ সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে সভা

নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০ টায় নওগাঁর ধামইরহাট সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতসতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির আয়োজনে ধামইরহাট উপজেলার চকচন্ডি সীমান্ত ফাঁড়ি এলাকার বেলঘরিয়া ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় উমার ইউপি চেয়ারম্যান হেলাল হোসেনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ রফিকুল হাসান পিএসসি (পদাতিক) বলেন, ভারতীয় নাগরিকদের সীমান্ত অপরাধ কোন ক্রমেই সহ্য করা হবে না। সেইসঙ্গে তিনি চোরাচালান, মাদক দ্রব্য পাচার, সীমান্তের বিভিন্ন অপরাধ জনিত কর্মকান্ড থেকে এদেশের জনগনকেও বিরত থাকার অনুরোধ করে স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন। সভায় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, চকচন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার সামসুজ্জাহিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test