E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২টি শ্রেণী কক্ষ দিয়ে চলছে ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:৪১:৩২
২টি শ্রেণী কক্ষ দিয়ে চলছে ৫ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : সংশ্লিষ্ট বিভাগের একটুখানি সুদৃষ্টির অভাবে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা শ্রেণী কক্ষের অভাবে বাধ্য হয়ে শীত উপেক্ষা করে খোলা জায়গায় চটে বসে পাঠদান চালাচ্ছে। এতে পাঠক্রমিক শিক্ষা কার্যক্রম দারুণ ভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, বিদ্যালয়টি ১৯৭২ ইং সনে স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়ে ৫শত ২০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪জন শিক্ষক দ্বারা ২টি শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম চলছে। এই বিদ্যালয়ের পুরাতন ভবন জরার্জীণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছরের জানুয়ারী মাসে উপজেলা প্রকৌশলী হায়দার আলী মিয়া ভবনটিকে পরিত্যাক্ত ঘোষণা করেন। সেই থেকে আশ্রয় শিবির কেন্দ্রের ২টি শ্রেণী কক্ষে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান ও অফিস কার্যক্রম অনুপযোগী পরিবেশে চলছে। এ ছাড়া বিদ্যালয়ে টয়লেট না থাকায় আশপাশের বাড়িঘরে টয়লেট ব্যবহার করতে গিয়ে শিক্ষার্থীরা নানা বিড়ম্বণার শিকার হচ্ছে। বিড়ম্বণার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, ক্লাস রুম ও বেঞ্চের অভাবে খোলা জায়গায় আমরা শীতের মধ্যে কষ্ট করে চটে বসে ক্লাস করছি। এতে আমাদের লেখা পড়া ঠিকমত হচ্ছে না। বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ লুৎফুর রহমান তালুকদার জানান, এই বিদ্যালয়ে আলমশ্রী গ্রাম ছাড়াও পশ্চিম ফতেপুর, রুদ্রশ্রী , সোনাখালী ও মাখনা গ্রামের শিক্ষার্থীরা পড়তে আসায় এখানে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ থাকে। কিন্তু শিক্ষক, শ্রেণীকক্ষ এবং টয়লেটের অভাবে শিক্ষার্থীদের ধরে রাখতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুয়েল মিয়া জানান, গত বছরের জানুয়ারীতে পুরাতন ভবনকে পরিত্যাক্ত ঘোষণার পর থেকে কষ্ট করে ২টি কক্ষে ২ সিফ্টে ক্লাস ও নিচে খোলা জায়গায় চট বিছিয়ে পাঠদান চলছে। এই বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক বিদ্যালয়ে শ্রেণী কক্ষের অভাবে পাঠদান ব্যাহত হওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনটি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে নাম প্রেরণ করা হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খুরশীদ শাহরিয়র বলেন, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(এএএ/পিবি/ফেব্রুয়ারি ১৯,২০১৫)






পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test