E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে জনসচেতনতামূলক পটগান ও নাটক প্রদর্শিত

২০১৫ ফেব্রুয়ারি ১৯ ১৭:০০:৫৪
বাগেরহাটে জনসচেতনতামূলক পটগান ও নাটক প্রদর্শিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট বহুমুখি স্কুল এন্ড কলেজ মাঠে বৃহষ্পতিবার দুপুরে যৌনহয়রাণী ও বাল্যবিবাহ বিরোধী পটগান ও নাটক প্রদর্শন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান রূপান্তর স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির আয়োজন করে। প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাগেরহাট জেলায় মোট ৩৮টি পটগান ও নাটক প্রদর্শনের ব্যবস্থা করে।

বৃহষ্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই সচেতনতামূলক প্রচারণায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। বাগেরহাট বহুমুখি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস, প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন। কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অবিভাবকরা পটগান উপভোগ করেন। পরে রূপান্তরের নাট্যকর্মীরা বাল্যবিবাহ বিরোধী একটি নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো বিষয়ভিত্তিক কুইজ ও পুরস্কার বিতরণী।

বক্তারা বলেন, কিশোর-কিশোরীরা চলাচলের পথে শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এমন কি পরিবারেও যৌন হয়রানীর শিকার হয়ে থাকে। এর প্রভাবে অনেক কিশোরী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে এবং বাল্যবিবাহের শিকার হয়। ফলে বাল্য বিবাহ, অপরিণত গর্ভধারণ ও মাতৃমৃত্যু ঘটছে। নারীর এই অবস্থাকে সহস্রাব্দের লক্ষমাত্র অর্জনের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধক হিসেবে গণ্য করতে হবে এবং তা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

(একে/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test