E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকারি খরচে জাহাজ নির্মাণ করলে প্রাইভেট সেক্টর সরকারের বিরুদ্ধে কথা বলবেই’

২০১৪ মে ১০ ১৬:৩২:৫১
‘সরকারি খরচে জাহাজ নির্মাণ করলে প্রাইভেট সেক্টর সরকারের বিরুদ্ধে কথা বলবেই’

মাদারীপুর প্রতিনিধি : ‘সরকারি খরচে জাহাজ নির্মাণ করলে প্রাইভেট সেক্টরের লোকজন সরকারের বিরুদ্ধে কথা বলবেই। কারণ আমরা যত বেশি এগুলো তৈরি করবো, এতে প্রাইভেট সেক্টরের ব্যবসা একটু কমে যাবে। সেই জন্যেই তাদের সমস্যা। আমরা আরো জাহাজ নির্মাণ করবো। কারণ সেবামূলক প্রতিষ্ঠান ক্ষতির চেয়ে সেবার দিকে বেশি গুরুত্ব দিতে হবে।’ বলে মন্ত্রব্য করেছেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান। শনিবার দুপুরে মাদারীপুর টি.বি ক্লিনিক পরিদর্শণ শেষে সাংবাদিদের এ কথা বলেন।

বিআইডব্লিউটিসি’র তত্ত্বাধানের প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘এম বি বাঙালি’ নামের একটি জাহাজ উদ্বোধনের ১৭ দিনের মধ্যে নির্মাণ ত্রুটির কারণে চলাচল বন্ধ রাখার বিষয় মন্ত্রী সাংবাদিকদের জানান, জাহাজটি ইউরোপের একটি কোম্পানি ডিজাইন করেছিল। আসলে আমাদের দেশে গরমের দিনে একটু হাওয়া-বাতাস দরকার হয়। কিন্তু ঐ জাহাজে এটা ছিল না। আরো সমস্যা ছিল, যেমন টয়লেট সংখ্যা কম হয়েছিল। এগুলো আবার নির্মাণ করার জন্যে আমরা জাহাজটি ডক-ইয়ার্ডে দিয়েছি। আবার সম্পূর্ণ হয়ে নদীতে নামবে। এটা নিয়ে কোন সমস্যা নেই।’
এ সময় মন্ত্রী ওয়াটার বাস এবং ফেরি উন্নয়নে নানা পদক্ষেপ তুলে ধরেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এমএম নিয়াজ উদ্দিনকে সাথে নিয়ে মন্ত্রী প্রথমে টি.বি ক্লিনিক ও পরে সদর হাসপাতাল পরিদর্শণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, সিভিল সার্জন ডা.মো. নুরুজ্জামান আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে মন্ত্রী সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোদ দেন।
(এএসএ/এএস/মে ১০, ২০১৪)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test