E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

২০১৪ মে ১০ ১৬:৫৪:০৬
সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবি

বাগেরহাট প্রতিনিধি : ওয়ার্ল্ড হ্যারিটেজ ম্যানগ্রোভ সুন্দরবন ধ্বংস করে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান না করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সাবেক তত্ত্বাবাধায়ক সরকারের উপদেষ্টা ও পরিবেশ মানবাধিকার নেত্রী এডভোকেট সুলতানা কামাল। একই সঙ্গে সুন্দরবনের জীব বৈচিত্র ও পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। শনিবার দুপুরে মংলা বন্দরের শ্রমিক সংঘ মিলনায়তনে সুন্দরবন রক্ষায় আয়োজিত পরিবেশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যন্যাদের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ মোঃ জাকির হোসেন, বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামাল ও স্থানীয় বাপা নেতা মো. নুর আলম শেখ, সেখ হেমায়েত হোসেন, তালুকদার আখতার ফারুক, একেএম সাহবুদ্দিন, মাহবুবুর রহমান মানিক ও মাহফুজ পারবেশ মুন্না প্রমুখ।
এডভোকেট সুলতানা কামাল আরও বলেছেন, দশের উন্নয়নে যেমনি বিদুৎ প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষারও রয়েছে সুন্দরবনের প্রয়োজন। বাগেরহাটের রামপালে সুন্দরবন সংলগ্ন এলকায় ভারত-বাংলাদেশ যৌথ মালিকানায় নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্রের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি বলেন, সরকার ইচ্ছা করলে বন্দর. নগর ও শহর এবং শিল্প এলাকা গড়তে পারবে কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন ধ্বংস হলে তা আর কখনই তৈরি হবে না। তাই সুন্দরবন ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস কারী তাপবিদুৎ কেন্দ্রের মতো যে কোন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তা বন্ধ করতে হবে। সরকার এ প্রকল্প বাতিল না করলে প্রয়োজনে সুন্দরবন ও পরিবেশ রক্ষায় দুর্বার আন্দোলন গড়ো তোলার হুশিয়ারী দেন এডভোকেট সুলতানা কামাল। ভারত সরকার বাংলাদেশের সুন্দরবন ধ্বংস ও পরিবেশ বিনষ্ট করার যে চক্রান্ত করছে তা কখনই সফল হবে না।

(একে/এএস/মে ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test