E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে গৃহবধূকে অকথ্য নির্যাতন!

২০১৫ ফেব্রুয়ারি ২৭ ১৭:৪৫:০৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে গৃহবধূকে অকথ্য নির্যাতন!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ মহাদেবপুর এক কিশোরীর কথিত প্রেম কাহিনী নিয়ে বিবাদের জের ধরে এক গৃহবধূর গোপনাঙ্গে মরিচের গুড়া দিয়ে অকথ্য নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষরা। মরিচের গুড়া দেয়ার পর অসুস্থ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার ৭দিন অতিবাহিত হলেও এব্যাপারে কোন মামলা দায়ের হযনি। অপরদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অমানবিক নির্যাতনের এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর আদর্শ গ্রামে।

জানা গেছে, এক কিশোরীর কথিত প্রেম কাহিনী নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে ঘটনার দিন শুক্রবার সকালে স্বরুপপুর আদর্শ গ্রামের কমলা বিবি (৪৫) নামে এক গৃহবধূকে বিবস্ত্র করে তার গোপনাঙ্গে মরিচের গুড়া দিয়েছে প্রতিপক্ষরা। এরপর তাকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে দেয় লোকজন। এব্যাপারে ওই গ্রামের দুলালের স্ত্রী সাবিনা (২৫) জানান, প্রতিবেশী এক কিশোরীর কথিত প্রেম কাহিনী দেয়ালে লেখাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে একই গ্রামের আইজুল হকের স্ত্রী মেরিনা আক্তার ডলি (২৮) আসলামের স্ত্রী ববিতা (৩০) ও জাইদুল ফকিরের স্ত্রী রোকসানা (৩০) ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী কমলার বাড়িতে গিয়ে কমলাকে মারপিট করে এবং এক পর্যায়ে উলঙ্গ করে গোপনাঙ্গে মরিচের গুড়া দেয়। তিনি আরো জানান, মরিচের গুড়ার যন্ত্রনায় কমলা বিবি পুকুরের পানিতে নেমে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কমলার কিশোরী মেয়ে কল্পনা আক্তার (১২) জানান, দেয়ালে কে লিখেছে আমি জানিনা। ঘটনার সময় ওরা আমাকে লেখার জন্য দোষী করে চড়-থাপ্পড়সহ মারপিট করে। আমার চিৎকারে আমার মা এগিয়ে আসামাত্র মেরিনা আক্তার ডলি, ববিতা ও রোকসানা আমাকে ফেলে দিয়ে আমার মাকে ধরে উলঙ্গ করে তার গোপনাঙ্গে মরিচের গুড়া দেয়। এ ব্যাপারে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিষয়টি শুনে থানার এস আই লালবুর রহমানকে পাঠিয়েছিলাম। সে এখনো রিপোর্ট করেনি বা কেউ অভিযোগও করেনি। তবে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।

(বিএম/পি/ফেব্রুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test