E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে মিল্কভিটার সামনে  চাকুরীচ্যুতদের অবস্থান

২০১৫ ফেব্রুয়ারি ২৮ ১১:৪১:০১
সিরাজগঞ্জে মিল্কভিটার সামনে  চাকুরীচ্যুতদের অবস্থান

সিরাজগঞ্জ প্রতিনিধি : চাকুরী পুনর্বহালের দাবিতে মিল্কভিটার চাকুরীচ্যুত ৭০ জন শ্রমিক কর্মচারী মাথায় কাফনের কাপড় বেধে টানা চতুর্থ দিনের মতো কারখানার প্রবেশ মুখের সামনে অবস্থান কর্মসূচী অব্যহত রয়েছে। আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা মিল্কভিটার মূলকফটকে অবস্থান করায় মিল্কভিটা কারখানায় কোন যানবাহন চলাচল করতে পারছে না। এর ফলে কারখানার সামনে আটকা পড়েছে মিল্কভিটার দুধবাহী ৮/১০ টি ট্যাংকার ও কাভার্ড ভ্যান। এদিকে শিশুখাদ্য তরল দুধ ৪ দিন ধরে ঢাকায় সরবরাহ বন্ধ থাকায় ঢাকাসহ সারাদেশে তরল দুধের সংকট দেখা দেয়ার আশংকা করা হচ্ছে।
শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে তাদের সাথে অবস্থান নিয়েছে উত্তববঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ট্রাক বন্দোবস্তকারী সমিতির নেতৃবৃন্দ, সমবায়ী গো-খামারী,ব্যবসায়ীসহ এলাকার জনগন।

এদিকে,শ্রমিক আন্দোলনে ঢাকা থেকে আগত ৮/১০টি দুধবাহী খালি দুধবাহী ট্যাংকার ও কাভার্ড ভ্যান কারখানার ভেতরে প্রবেশ করতে না পেরে ফটকের সামনে ও মহাসড়কে রয়েছে। সেইসাথে আন্দোলন চলাকালে মিল্কভিটার কারখানার ভেতর থেকে কোন দুধবাহী ট্যাংকার ও কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশ্যে বের হতে পারেনি।
এদিকে, শিশুখাদ্য তরল দুধ ৩ দিন ধরে ঢাকায় সরবরাহ বন্ধ থাকায় ঢাকাসহ সারাদেশে তরল দুধের সংকট দেখা দেয়ার সম্ভবনা রয়েছে।
(এসএস/পিবি/ফেব্রুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test