E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র শান্তিপূর্ণ বৈঠক

২০১৫ মার্চ ০২ ১৬:১০:২৫
নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র শান্তিপূর্ণ বৈঠক

নওগাঁ প্রতিনিধি : সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারের মধ্যদিয়ে সোমবার বেলা ১১টায় নওগাঁ সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এক সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের মালদহ জেলার মাহাদিপুর বিওপিতে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক রক্ষার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনায় সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা, শারীরিক নির্যাতন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র ও গোলাবারুদ পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও অন্যান্য সীমান্ত সংক্রান্ত বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়। বৈঠকে সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যার ব্যাপারে বিজিবি তীব্র প্রতিবাদ জানায়। রবিবার রাতে বিজিবি নওগাঁ ৪৩ ব্যাটালিয়ন প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে এছাড়াও সীমান্তে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডার সম§ত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে সীমান্ত সমস্যা সমাধানে একমত হন। মালদহ-রাজশাহী সেক্টরস্থ সীমান্ত এলাকায় বর্তমান শান্তিপূর্ণ সহাবস্থান সর্বদা বজায় রাখার ব্যাপারে দুই পক্ষই দৃঢ়ভাবে ঐক্যমত প্রকাশ করেন। সীমান্তে যাতে কোন ক্রমেই নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা করা না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সর্তক ব্যবস্থা নেয়ার ব্যাপারে বিএসএফ মালদা সেক্টর কমান্ডার বৈঠকে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই বৈঠকে রাজশাহী সেক্টরের ১৩ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কে এম ফেরদাউসুল শাহাব, এবং বিএসএফের পক্ষে ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালদহ সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী রাজ সিং রাঠোর। আলোচনা শেষে উভয়পক্ষ সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা রক্ষার্থে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উভয়পক্ষই নিয়মিত এ ধরণের সীমান্ত বৈঠকের মাধ্যমে সীমান্তের সকল আলোচ্য বিষয় সমূহের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(বিএম/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test