E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষা সৈনিক রেজাউন নবীর ৯৫তম জন্মদিন পালিত

২০১৫ মার্চ ০২ ১৮:২৫:৪৪
ভাষা সৈনিক রেজাউন নবীর ৯৫তম জন্মদিন পালিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভাষা সৈনিক, প্রবীণ আইনজীবী রেজাউন নবীর ৯৫তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে শহরের আস্তান মোল্লা কলেজে নওগাঁ একুশে উদযাপন পরিষদের আয়োজনে আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ তাজুল, সেলিম-দোলোয়ারসহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ভাষা সৈনিক এ্যাডভোকেট রেজাউন নবীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন, আপেল মাহমুদ তুষার। একুশে উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনূষ্ঠানে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক শিক্ষাবিদ আলতাফ হোসেন, কাজী আকতারুজ্জামান, সাবেক সাংসদ ওহিদুর রহমান, কবি আতাউল হক সিদ্দিকী, মোল্লা মোতাহারুল ইসলাম, অধ্যাপক তৌহিদ আহমদ, আলতাফ হোসেন চৌধুরী, ময়নুল হক মুকুল, ডা. ময়নুল হক দুলদুল, প্রফেসর শরিফুল ইসলাম খান, সাবেক এমপি রায়হান আকতার রনি, এ্যাডভোকেট মহসীন রেজা, মর্তুজা রেজা প্রমুখ। পরিষদের সম্পাদক এমএম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে ভাষা সংগ্রামী রেজাউন নবীকে ফুলেল শুভেচ্ছা জানায় একুশে উদযাপন পরিষদ, শিশু-কিশোর পত্রিকা ফড়িং, নৃত্যাঞ্জলি একাডেমি, নৃত্যনিকেতন, আবৃত্তি পরিষদ, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, উদীচী, মানাপ, জেলা শিক্ষক সমিতি, চারণ, সিপিবি, বাসদ, জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশন, নওগাঁ আস্তান মোল্লা কলেজ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ। এর আগে উত্তরীয় পড়িয়ে দেন একুশে উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী। সংবর্ধনা পেয়ে “আমি ধন্য, আমি গর্বিত, ঠিক এমনি অনুভূতি ব্যক্ত করেন, ভাষা সৈনিক প্রবীণ আইনজীবী রেজাউন নবী।

(বিএম/এএস/মার্চ ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test