E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোড়েলগঞ্জের জুতা পট্টিতে আগুন, নিহত ১

২০১৫ মার্চ ০৪ ১৪:১৩:৩৯
মোড়েলগঞ্জের জুতা পট্টিতে আগুন, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরে জুতা পট্টিতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৯টি দোকান । এতে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। বুধবার ভোর রাতে ওই বাজারে বিভিন্ন দোকানে আগুনের  লেলিহান শিখা দেখে আতংকে স্বর্ণ ব্যবসায়ী রঙ্গলাল কর্মকারের বৃদ্ধা মাতা পুর্ণিমা রানী (৭০) মারা গেছে। এসময়ে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে ১০/১২জন। আহতদের মধ্যে সঞ্জীব কুন্ড (৪২), রেঞ্জান শেখ(৩২), কালাচাঁদ কুন্ড(৪৫)কে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, নিউ ভ্যারাইটি ষ্টোর, সিয়াম কসমেটিকস, রংধন-সু-ষ্টোর, ভাইভাই কসমেটিকস, ঠাকুরের কাপড়ের দোকান, হৃদয় ক্লথ ষ্টোর, গৌতম শাহার মুদি দোকান, নজরুল ইসলামের মুদি দোকান, সাগর ষ্টোর, তপনের মুদি দোকান, সুখলাল শীলের বেকারী, স্বপন দাসের মুদি দোকান, ইদ্রিস ও মোনাসেফের ফলের দোকান।

ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা খ. ম আরিফুল হক বলেন, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এঅগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে বিদ্যুৎ বিভাগেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লাইন টেকনিশিয়ান আনিসুর রহমান। রাস্তার উপরে পলিথিন ও ফুটপাথ ব্যবসায়ীদের দখলে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনা স্থলে পৌছাতে বিলম্ব হয়। তারপরও তারা প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(একে/পিবি/মার্চ ০৪,২০১৫)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test