E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০১৫ মার্চ ০৪ ১৭:৪৬:৪১
রায়পুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার যৌতুক না পাওয়ায় গৃহবধূ কহিনুর বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এ ঘটনার পর থেকে স্বামী সবুজ মিয়া পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে দুই সন্তানের জননী গৃহবধু কহিনুর বেগমের লাশ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। শায়েস্তানগর ইউনিয়নের চালতাতলি এলাকায়।

জানা যায়, প্রায় ১০-১২ বছর আগে ফরিদগঞ্জ উপজেলার সীমান্তর্বর্তী আলোনিয়া গ্রামের মৃত আবদুল কাদের ওরফে কাদের আলীর ছেলে সবুজ মিয়ার সাথে রায়পুর উপজেলার শায়েস্তানগর ইউনিয়নের চালতাতলি এলাকার কালু ব্যাপারীর মেয়ে কহিনুর বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কহিনুর বেগমের স্বামী সবুজ মিয়া ও তার পরিবারের লোকজন যৌতুক দাবী করে নির্যাতন করত। কয়েক দফা যৌতুকের দাবিকৃত টাকাও দেয়া হয়েছে। সোমবার কহিনুর বেগমের স্বামী সবুজ মিয়া পুনরায় তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে কিছু টাকা আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী সবুজ মিয়া স্ত্রীকে বেদম মারধর করে। এতে সে স্বামীর বাড়িতে গুরুতর আহত হয়ে মারা যায়। পরে মৃত্যু নিশ্চিত হলে সিএনজি অটোরিক্সা করে কহিনুর বেগমের লাশ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। পরে কহিনুর বেগম বিষপান করে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করে।

(পিকেআর/এএস/মার্চ ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test