E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোড়েলগঞ্জে বাঘ ও হরিণের চামড়াসহ এক পাচারকারী আটক

২০১৫ মার্চ ০৫ ১৪:৩২:২০
মোড়েলগঞ্জে বাঘ ও হরিণের চামড়াসহ এক পাচারকারী আটক

বাগেরহাট প্রতিনিধি : ওয়ার্ল্ড হ্যরিটেজ সুন্দরবনের একটি মেছো বাঘ ও পাঁচটি চিত্রল হরিণের চামড়াসহ এক পাচারকারীকে আটক করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ ও বাগেরহাট পুলিশের একটি যৌথ টিম। বুধবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রাম থেকে এসব বন্যপ্রাণীর চামড়া উদ্বার ও পাচারকারী আব্দুর রশিদকে (৫০) আটক করা।

বাগেরহাট সদর সার্কেলের এএসপি জাহিদুর রহমান জানান, সুন্দরবনের বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, মায়াবী চিত্রল হরিণ, কুমির ও মেছো বাঘসহ বন্যপ্রাণীর চামড়া ও অঙ্গ-প্রত্যঙ্গ আন্ডারওয়ার্ল্ডে পাচারের সাথে জড়িত আব্দুর রশিদের কাছে বন্যপ্রাণীর চামড়ার একটি বড় চালান এসেছে এমন খবর পায় সুন্দরবর বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট। এমন খবরের পর তারা এসব বন্যপ্রাণীর চামড়ার ক্রেতা সেজে আব্দুর রশিদের সাথে যোগাযোগ করে। বুধবার সন্ধ্যায় সুন্দরবর বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিটের সদস্যরা বাগেরহাট পুলিশকে সাথে নিয়ে কৌশলে ক্রেতা সেজে এসব বন্যপ্রাণীর চামড়া কিনতে মোড়েলগঞ্জের কচুবুনিয়ায় যায়। আব্দুর রশিদ এসব বন্যপ্রাণীর চামড়া একটি বস্তায় ভরে নিয়ে এলে তাকে আটকসহ একটি মেছো বাঘ ও পাঁচটি চিত্রল হরিণের চামড়া উদ্বার করে যৌথ টিমের সদস্যরা। আটক বন্যপ্রাণীর চামড়া পাচারকারী আব্দুর রশিদ একই উপজেলার পুটিখালী এলাকার আখের আলীর ছেলে।

(একে/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test