E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে শালিস বৈঠকে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা, আহত ৪

২০১৫ মার্চ ০৫ ১৭:৩১:৩৫
যশোরে শালিস বৈঠকে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা, আহত ৪

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার ভায়না-মন্ডলপাড়া গ্রামে সালিশ বৈঠক চলাকালে রাধা রানী মন্ডল (৫৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। নিহত রাধা রানী ওই গ্রামের কার্ত্তিক মন্ডলের স্ত্রী। আহত স্বামী কার্ত্তিক মন্ডল, ছেলে মনি শংকর, মনোরঞ্জন ও দেবুকে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে কর্তব্যরত পুলিশ সদস্য রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রাধা রানী মন্ডলের ছেলে আহত মনি শংকর মন্ডল জানান, এলাকার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত ১০টার দিকে সালিশ বৈঠক বসে। এ সময় উত্তেজিত হয়ে স্থানীয় বিকাশ, ভবেন, তুষার, দীপঙ্কর, বিভিষন, দেবে ও তপনসহ একটি গ্রুপ লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হয় রাধা রানী রায়। এ সময় রাধারানীর পক্ষ নিলে স্বামী কার্ত্তিক মন্ডল, ছেলে মনি শংকর, মনোরঞ্জন ও দেবুকেও পিটিয়ে আহত করা হয়।

আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজল মল্লিক রাধারানীকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী জানান, এ ঘটনায় মৃত বাদল মন্ডলের ছেলে বিভিষন মন্ডল ও রিপন মন্ডল নামে দুইজনকে আটক করা হয়েছে।

(জেকেএম/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test