E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাঙামাটিতে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

২০১৫ মার্চ ০৬ ২১:৩৪:২৮
রাঙামাটিতে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাউখালীতে প্রিয়লাল চাকমা (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জিপতলী এলাকার গহীন অরণ্য থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩১টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

প্রিয়লাল রাঙামাটির নানিয়ারচরের রামহরি পাড়ার উমেষ চাকমার ছেলে।

পুলিশ জানায়, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবা রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবাদমান দু’টি পক্ষ। বৃহস্পতিবার রাত পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে। এতে প্রিয়লালের মৃত্যু হয়। এছাড়া, আরো পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাঙামাটি সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু ইমতিয়াজ ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজনের মৃতদেহ পাওয়া গেছে।

সন্তু লামরা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) কাউখালী উপজেলা সভাপতি সুভাস চাকমা জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিত ঐ এলাকায় নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

ইউপিডিএফ কাউখালী ইউনিটের সনম্বয়ক রাহেল তঞ্চঙ্গ্যা জানান, এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ’র কোনো সম্পৃক্ততা নেই।

(ওএস/এটিআর/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test