E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বারহাট্টায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

২০১৫ মার্চ ০৮ ১৫:১৮:৩৪
বারহাট্টায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নারীর ক্ষামতায়ন মানবতার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন , বারহাট্টা আয়োজনে এবং পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থা  অন্যান্য সংস্থার  সহযোগিতায় নেত্রকোনার বারহাট্টায় ৮ইমার্চ পালিত হয় আর্ন্তজাতিক নারী দিবস-২০১৫ ।

রবিবার দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও এক বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করা হয় । র‌্যালীটি উপজেলা চত্তর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয় । পরে জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান জনাব মানিক আজাদ , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান জনাবা নিলুফা বেগম, থানা ইনসপেক্টর (তদন্ত ) বাবু স্বপন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এবং পাইলট বালিকা বিদ্যালয়ের এস.এম সির সভাপতি বাবু দিপক সাহা সেণ্টু, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের ডেপুটি কমিশনার আশরাফ আলী, পারি ডেভেলপমেণ্ট ট্রাস্ট সংস্থার মাঠ ব্যবস্থাপক মিঃ নিকসন চন্দ্র দাস । অন্যদের মধ্যে বক্তব্যদেন সৌরভ উন্নয়ন সংঘের সভানেত্রী মিনা রানী দাস । প্রতিধ্বনী সামাজিক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী হাসি রানী সরকার ও স্বাবলম্বাী উন্নয়ন সংস্থার প্রতিনিধি অজিত সরকার, সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মতিউর রহমান প্রমুখ । শেষে সফল নারী ২০১৫ নির্বাচিতদের মধ্যে পুরস্কার ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট সংস্থার জুই কিশোরী দলের কিশোরী সাগরিকা দাসের কণ্ঠে বাল্য বিবাহের উপর স্বরুচিত গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নেতৃত্ব ও সামাজিক কাজে সফল নারী ২০১৫ হিসাবে নির্বাচিত হন সৌরভ উন্নয়ন সংঘের সভানেত্রী মিনা রানী দাস , সৌরভ উন্নয়ন সংঘের শিক্ষা সম্পাদক অঞ্জু রানী সাহা ও প্রতিধ্বনী সামাজিক কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী হাসি রানী সরকার । পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট সংস্থা কর্তৃক সফল নারীদের পুরস্কিৃত করা হয়।

(এসএস/পিবি/মার্চ ০৮,২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test