E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় নির্মাণাধীন ভবন ধ্বস : ৫ লাশ উদ্ধার(আপডেট)

২০১৫ মার্চ ১২ ১৬:১৬:০৯ ২০১৫ মার্চ ১২ ১৯:২৫:০০
মংলায় নির্মাণাধীন ভবন ধ্বস : ৫ লাশ উদ্ধার(আপডেট)

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মংলা বন্দরের শিল্প এলাকায় সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরীর নির্মাণাধীন ৫ তলা ভবনের ছাদ ধ্বসের ঘটনায় বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত ৫ জন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানাগেছে। তারা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার আলামিন, আমির আকঞ্জি ও মাহফুজ হাওলাদার।

 

আহত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। আহতদের দ্রুত খুলনা শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতাল, মংলা বন্দর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিৎকিসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১২জনকে আশংকাজনক অবস্থা খুলনায় পাঠনো হয়েছে বলে জানান মংলা বন্দর হাসপাতালের চিকিৎসক ডা: এনামুল কবির। তবে এখনও ৩০ জন নির্মান শ্রমিক নিহত বা আহতাবস্থায় ধ্বসে পড়া ভবনের নিচে চাপা পড়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো: মিজানুর রহমান। উদ্ধার অভিযান শেষ করতে শুকবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে তিনি জানান।

ভবনের ছাদ ধ্বসের পর থেকেই মংলার নৌবাহিনী, কোস্টগার্ড, বাগেরহাট-মংলার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। বিকেলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনীর একটি দল। দূর্ঘটনার পর পরই পুলিশ, র‌্যাব ও বিজিবি গোটা এলাকা সীল করে দেয়। এদিন বিকেল পযর্ন্ত দূর্ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি।

মংলা সিমেন্ট ফ্যাক্টরীর ডেপুটি ম্যানেজার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন জানিয়েছেন এই নির্মাণাধীন ভবনের ছাদের কাজে প্রায় একশ’ শ্রমিক কাছ করছিল। চীনের একটি নির্মাণ প্রতিষ্ঠান এ কাজটি স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিয়ে করাচ্ছিল। তবে কি কারণে ছাদ ধ্বসের ঘটনা ঘটেছে সে বিষয়ে সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় সংসদ সদস্য সাবেক ত্রান প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক বিকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, সেনা কল্যাণ সংস্থার নিন্মমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ও তদারকির অভাবে ভয়াবহ এদুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহত নির্মাণ শ্রমিকদের দায়ভার সেনা কল্যাণ সংস্থাকে নিতে হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মংলা সিমেন্ট ফ্যাক্টরীর ৫তলা ভবনের ৩ নং বল রুমের ছাদ নির্মানাধীন অবস্থায় আকস্মিক ভাবে ধ্বসে পড়ার ঘটনা ঘটে। ভাগ্যক্রমে বেচেঁ যাওয়া কয়েকজন নির্মান শ্রমিক দাবী করেছেন, এসময় প্রায় দেড়শ’ শ্রমিক ওই নির্মাণ কাজে নিয়োজিত ছিল। কিছু বুঝে ওঠার আগেই এই ধ্বসে পড়ে। খবর পেয়ে মংলা নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। এদিকে এই ভবন ধ্বসের পরপরই এই ফ্যাক্টরীর প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।

ভবনের ছাদ ধ্বসের খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা ফ্যাক্টরীর সামনে এসে আহাজারি করতে থাকে। ছুটতে থাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। সন্ধায় এরির্পোট লেখা পর্যন্ত শ’শ’ নারী-পুরুষ ও শিশুরা উদ্বিগ্ন অবস্থায় তাদের স্বজনদের অপেক্ষায় মংলা সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান ফটকের বাইরে অপেক্ষা করছিল। এম্বুলেন্সে করে আহত বা নিহত নির্মান শ্রমিকদের ফ্যাক্টরীর প্রধান ফটক দিয়ে বের করার সাথে সাথেই তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শাহ আলম সরদার ও পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা ঘটনাস্থল থেকে এদিন সন্ধায় জানান, এ পর্যন্ত নিহত ও আহত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।

(একে/এএস/মার্চ ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test