E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে মোটর গ্যারেজ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

২০১৫ মার্চ ১৩ ১৩:৫২:১২
যশোরে মোটর গ্যারেজ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ায় ফয়সাল ওয়ার্কশপ নামে একটি মোটর গ্যারেজে অভিযান চালিয়ে একটি রিভলবল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই গ্যারেজে একটি প্রাইভেটকার থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল জানান, নীলগঞ্জ-তাঁতীপাড়ার সাব-কন্ট্রাক্টর কামালকে অপহরণ করে এক লাখ ১০ হাজার টাকা চাঁদা আদায় ও স্ট্যাম্পে সহি দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার ভোরে চাঁদাবাজ সাহেদ হোসেন জনিকে (৪০) আটক করে পুলিশ।

পরে জনির স্বীকারোক্তি অনুযায়ী ওই গ্যারেজে থাকা তার নিজস্ব প্রাইভেটকার থেকে একটি রিভলবল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, আটক জনি একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে জনি ওই এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করে আসছিলেন। জনির বিরুদ্ধে অস্ত্র-আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে।

(ওএস/এএস/মার্চ ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test