E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে ভারতীয় মদ উদ্ধার

২০১৫ মার্চ ১৩ ১৫:৫২:০৫
দুর্গাপুরে ভারতীয় মদ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বৃহস্পতিবার রাতে সীমান্তে টহল দেওয়ার সময় চোরা কারবারিদের ফেলে রাখা ব্যাগসহ ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।

বিজয়পুর বিজিবি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার মো. আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত এগারটার দিকে তালিকাভুক্ত সৈনিকদের নিয়ে একটি টহল পার্টি বর্ডার এলাকায় টহল দেওয়ার সময় বিজয়পুর সিমান্তের কয়লাপোর্ট এলাকা দিয়ে ভারতের দিক হতে ব্যাগ হাতে একজন লোক বাংলাদেশের দিকে আসছে লোকটি টহলদলের নিকটবর্তী হওয়ার পর তাকে চ্যালেঞ্জ করা মাত্র হাতের ব্যাগ ফেলে দৌড়ে ভারতের সীমান্তের দিকে পালাইয়া যায়। তারপর ব্যাগটি উদ্ধার করার পর এতে ১০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

এগুলি সিজার লিষ্ট করে দুর্গাপুর থানায় কোম্পানী কমান্ডার সুবেদার মো. আজাদ হোসেন বাদী হয়ে সাধারণ ডায়েরী করে আটককৃত মালামাল থানায় জমা দেন।

(এনএস/এএস/মার্চ ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test