E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নরসিংদীতে বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০১৫ মার্চ ১৪ ১৬:৫৪:১৯
নরসিংদীতে বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে এবার ব্যাতিক্রম ধর্মী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  মানববন্ধনে নারী-পুরুষ সহ কয়েক হাজার লোক মানববন্ধনে অংশ নেয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাহনেওয়াজ খালেদ (পিপিএম) এর বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জেলার দায়িত্ব প্রাপ্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ সরকারের উর্ধতন কতৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর দুইটা পযর্ন্ত স্থানীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদীর শান্তিপ্রিয় জনগনের ব্যানর সহ ১৭টি ব্যানারে বিভিন্ন উপজেলার প্রায় সহস্রাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এসময় নরসিংদীতে শান্তি শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাহনেওয়াজ খালেদের বদলী আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী’র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ বিক্ষব্ধ জনতাকে মহা সড়ক থেকে সড়িয়ে দেয়।
এসময় বক্তারা বলেন, লোকমান হোসেনকে গুলি করে হত্যা পর পুনরায় মাথাচারা দিয়ে উঠে সন্ত্রাসীরা। শুরু হয় একের পর এক হত্যাকান্ড, চাদাঁবাজি, অপহরণ। সন্ত্রাসীদের দৌরাত্বে তটস্থ হয়ে পরে নরসিংদীর সাধারণ মানুষ। উত্তপ্ত হয়ে উঠে গোটা জেলা। চরম অবনতি ঘটে আইন শৃংখলা পরিস্থিতির। খালেদ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) দায়িত্ব নেয়ার পর সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার, অপহরণ কারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় শোপর্দ সহ সল্প সময়ের মধ্যে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে আসামীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ফলে অপরাধের নেপথ্যের নায়করা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। গা ঢাকা দেয় নরসিংদীর অনেক র্শীষ সন্ত্রাসীরা। অতিঃ পুলিশ সুপারের সক্রিয়তার কারণে যখন সন্ত্রাসী পেশাদার খুনি সহ অপরাধী চক্ররা অপরাধ মূলক কর্মকান্ড চালাতে ব্যর্থ হচ্ছেন ঠিক তখন তাকে বদলী করার জন্য উঠে পড়ে লাগে। সন্ত্রাসীরা লবিং তদবিরের পাশাপাশি মোটা অংকের টাকা ব্যায় করে তাকে বদলী করান। আইন শৃংখলা পরিস্থিতি সহনীয় থাকার জন্য নরসিংদী জেলায় মুহাম্মদ শাহনেওয়াজ খালেদের মতো সৎ ও দক্ষ কর্মকর্তার বিকল্প নেই।
(এমডি/পিবি/মার্চ ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test