E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ বিষয়ে পলিসি ডায়লগ

২০১৫ মার্চ ১৪ ১৭:০৬:২৭
যশোরে সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ বিষয়ে পলিসি ডায়লগ

যশোর প্রতিনিধি  : যশোরে সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ বিষয়ে পলিসি ডায়লগ হয়েছে। শনিবার সকালে শহরের একটি হোটেলে এই ডায়লগ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ (এমআই) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত পলিসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান।
এছাড়া বক্তব্য রাখেন এমআই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।
কর্মশালায় বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বুরহান উদ্দিন।
এছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক পরিচালক (প্রযুক্তি) আবু তাহের খান।
কর্মশালায় বুদ্ধিদীপ্ত জাতি গঠন, নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে মান সম্পন্ন আয়োডিনযুক্ত লবণ নিশ্চত করতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল প্রণয়নের দাবি জানানো হয়।
(জেডকে/পিবি/মার্চ ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test