E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না. গঞ্জে এনজিও ভবনে আগুন দগ্ধ ৬

২০১৫ মার্চ ১৫ ২০:৫৮:৩৬
না. গঞ্জে এনজিও ভবনে আগুন দগ্ধ ৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে একটি ফ্ল্যাট বাড়ির নিচতলা এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চবটির রূপসী হাউজিং এলাকার সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের ওই এনজিও অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪ তলা ভবনের নিচতলায় এসএসএস অফিসে বিদ্যুতের কাজ করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে গ্যাসের একটি পাইপের মাধ্যমে ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। এতে বৈদ্যুতিক মিস্ত্রি নাসির ও আলমসহ এসএসএস’র কর্মকর্তা আরমান, ফারুক, আলীম ও মো. ওমর দগ্ধ হন।

তাদের প্রথমে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটতে ঢামেকে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আমিনুল ইসলাম জানান, তাদের শরীরের অনেকাংশ পুড়ে গেছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসার আগেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এটিআর/মার্চ ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test