E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গফরগাঁওয়ে গমের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

২০১৫ মার্চ ১৬ ১০:৫৬:১৩
গফরগাঁওয়ে গমের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি : চলতি মৌসুমে গমের উৎপাদন খরচ বেশি হলেও গফরগাঁও উপজেলার চাষীরা সরকারি লক্ষ্যমাত্রা চেয়েও বেশি জমিতে গমে চাষাবাদ করেছে। তবে চাষীরা এবার গমের বাম্পার ফলনের আশা করছেন।

সরেজমিনে উপজেলার চরআলগী, টাঙ্গাব, পাঁচবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলসহ গ্রামের পর গ্রাম পাকা গম ক্ষেত। ৩/৪ দিনের মধ্যেই গম কাটা শুরু হবে।
উপজেলা কুষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর গমের দাম বেশি পাওয়ায় এবার এ উপজেলার চাষীরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছে।

উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সফল চাষী এস.এম জিতু সহ অন্যান্য গম চাষীরা জানান, ন্যায়্যমূল্য পেলে আর আবহাওয়া অনুকূলে থাকলে গমের ফসল থেকে লাভের মুখ দেখা যাবে। চাষীদের মুখে হাসি ফুটবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষি বিভাগের তৎপরতার ও আবহাওয়া অনুকূলে থাকায় কারণে চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এবার গম চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১৭৫ হেক্টর জমি, কিন্তু সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৯০ হেক্টর জমিতে গম চাষ করেছেন চাষীরা। আবাদও হয়েছে অন্যান্য বছরে চেয়েও ভালো।

(আরআইএম/এসসি/মার্চ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test