E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

২০১৫ মার্চ ১৬ ১১:১৭:০২
গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার আপন ডায়াগনস্টিক সেন্টারকে রোববার এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশের কারনে ওই জরিমানা করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেবেকা সুলতান রোববার দুপুরে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় গাজীপুর সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরো জানান, সেবার মান বৃদ্ধির জন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

(এসএএস/এসসি/মার্চ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test