E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে  চোরাকারবারীদের হামলায় বিজিবি’র মেজর আহত

২০১৫ মার্চ ১৬ ১৮:৫৯:১৯
দিনাজপুরে  চোরাকারবারীদের হামলায় বিজিবি’র মেজর আহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের ছোড়া পাথরে আহত হয়েছেন ৩ বিজিবি’র মেজর নাসির ইমাম রুমী। হামলার ঘটনায় হাকিমপুর থানায় মামলা হয়েছে।

বিজিবি‘র দিনাজপুর সেক্টর সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ২টায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা ট্রেনটি হিলি সীমান্তের ২৮৫নম্বর সীমান্ত পিলারের কাছে এলে চোরাকারবারীরা ট্রেন থেকে ভারতীয় অংশে টাকা ছুঁড়ে দিয়ে ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য ট্রেনে উঠাতে থাকে। হিলি সীমান্তে টহলরত জয়পুরহাট-৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমী বিষয়টি দেখতে পেয়ে ভারতের অংশে চোরাচালানীদের ছুঁড়ে ফেলা টাকা উদ্ধার করতে টহলরত বিজিবি সদস্যদের নির্দেশ দেন।

বিজিবি‘র টহলদল টাকা উদ্ধার করতে গেলে সীমান্তে জিরো পয়েন্টে থাকা ভারতীয় চোরাকারবারীরা বিজিবি’র টহলদলের সদস্যদের বাধা দেয়। এসময় বিজিবি এবং চোরাকারবারীদের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিজিবি সদস্যরা সেখান থেকে চলে আসলে ভারতীয় চোরাকারবারীরা ইট ও পাথর ছুঁড়লে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমীর মাথা ও কপাল ফেটে যায়। সুত্রটি আরও জানায়, বিজিবির ওই কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অভিক নন্দী রায় মেজর রুমীর মাথার বাম পাশে ৭টি সেলাই দেন।

এ ব্যাপারে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, আহত মেজর রুমীকে বিজিবি’র তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার ঘটনায় চোরাকারবারীদের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে ২৪০ বোতল ফেন্সিডিল এবং প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় ও অন্যান্য পণ্য উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হিলি সীমান্তে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

(এটি/এএস/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test