E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার

২০১৫ মার্চ ১৬ ১৯:০২:২২
যশোরে ভারতীয় ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার

যশোর প্রতিনিধি : ২৬ বর্ডার গার্ড সদস্যরা  পৃথক অভিযান চালিয়ে  সোমবার সকালে যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা ও বিকেলে চৌগাছা উপজেলার কাশিপুর থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের ঔষধ, যৌন উত্তেজক ট্যাবলেট এবং ইনজেকশন উদ্ধার করেছে।

২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৫৬৯০০ পিস ট্যাবলেট ও ১০৫৮ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট ও ইনজেকশন পোস্ট অপারেটিভসহ বিভিন্ন জটিল রোগে ব্যবহার করা হয়। এ ব্যাপারে অভিজ্ঞ চিকিৎসকদের সাথে মতবিনিময় করে জানা যায় যে, একই ধরণের উন্নত মানের ট্যাবলেট ও ইনজেকশন বাংলাদেশের বিভিন্ন ঔষধ কোম্পানী উৎপাদন করে। ভারত থেকে অবৈধভাবে আমাদানীকৃত ঔষধগুলি নিম্নমানের হওয়ায় তা জীবন হানিকর।

(জেকেএম/এএস/মার্চ ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test