E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মায়ের কাছে সন্তানের ঋণের মত দেশের প্রতিও জনগনেরও ঋণ আছে

২০১৫ মার্চ ১৭ ০১:২১:৪৪
মায়ের কাছে সন্তানের ঋণের মত দেশের প্রতিও জনগনেরও ঋণ আছে

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):মায়ের কাছে সন্তানের যেমন ঋণ আছে, তেমনি দেশের প্রতিও জনগনেরও ঋণ ও দ্বায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা থেকেই রাষ্ট্রের অর্থের সঠিক ব্যবহার করতে হবে।

ঠিকাদাররা অতিরিক্ত লঅভের জন্য কাজের মান খারাপ করে স্কুল নির্মান করলে তা তাদের সন্তানের মাথায়ই ভেঙ্গে পরতে পারে। রাস্তা নির্মানের চার বছর পর সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু নির্মানের বছর ঘুরতেই তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। কেন ? ঠিকাদারদের কাছে ভাল মানের কাজের প্রত্যাশা আহ্বান করে তিনি বলেন, উন্নয়নশীল দেশে রাষ্ট্রিয় অর্থের সঠিক ব্যবহারই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে। প্রধান অতিথীর বক্তব্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী একথা বলেন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে চলমান স্কীম ও গৃহীতব্য স্কীম সমুহ সম্পর্কে পর্যালোচনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথী শ্যামা প্রসাদ অধিকারী আরও বলেন, গোপালগঞ্জের সাথে আপনাদের আত্মার আত্মীয়তা রয়েছে। ওই কারণে আপনারা বঞ্চিত হয়ে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত গোপালগঞ্জ ও গৌরনদী আগৈলঝাড়ায় এলজিইডি বিভাগ থেকে মাত্র চার লাখ টাকার উন্নয়ন হয়েছে। এখন গোপালগঞ্জে চার উপজেলা ও গৌরনদী-আগৈলঝাড়াসহ মোট ছয় উপজেলায় উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। এখানে উন্নয়নের জন্য ২০ কোট টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা স্থানীয় সরকার পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল¬াহর এলাকা হিসেবে নয়, হাসনাত আবদুল¬াহর মত মানুষের ব্যাক্তিগত কারনেই উন্নয়ন করা হবে। নতুন করে উপজেলা পরিষদ ভবন ও আবাসিক ভবন নির্মান করা হবে। এসময় তিনি তার আগমনের জন্য অনতিবিলম্বে জন গুরুত্বপূর্ন দুটি প্রকল্প বাস্তবায়ন করারও আশ্বাষ প্রদান করেন। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তত্বাবধায়ক প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সিসিআরআইডিপি প্রকল্প পরিচালক মো. লুৎফর কবির, বরিশাল অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম, বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হাই, বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন খানসহ বিভিন্ন প্রকল্প পরিচালক, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আগৈলঝাড়া উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আ’লীগ নেতা আবুল বাশার হাওলাদার প্রমুখ। সন্ধ্যায় কর্মকর্তারা মধ্য যুগে মনসা মঙ্গলের রচয়িতা ও ইতিহাস খ্যাত কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করেন।

(টিবি/এসসি/মার্চ১৭,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test