E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে অটোরিক্সা শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মচারীদের সংঘর্ষে আহত ১০

২০১৫ মার্চ ১৭ ০১:২৮:০৬
বরিশালে অটোরিক্সা শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মচারীদের সংঘর্ষে আহত ১০

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):অভিযানের নামে ব্যাটারী চালিত অটোরিক্সা আটক করে চাঁদাবাজির প্রতিবাদ করায় সিটি কর্পোরেশনের কর্মচারীরা অটোরিক্সা শ্রমিদের দুই নেতাকে সোমবার দুপুরে পিটিয়ে আহত করেছে।

এনিয়ে অটোরিক্সা শ্রমিকদের সাথে বিসিসি কর্মচারীদের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় আটজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস জানান, সিটি কর্পোরেশন থেকে ২৬’শ ১০টি ব্যাটারী চালিত অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। তবে নগরীতে লাইসেন্স বিহীন গাড়ি চলাচল করায় তারা সোমবার সকাল থেকে অভিযানে নামেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিটি কপোরেশনর কর্মচারীরা ৩৫টি অটোরিক্সা আটক করেন।

দুপুরে অটো শ্রমিক কল্যাণ সমিতির নেতারা সিটি কর্পোরেশনের গার্ডদের বাঁধা উপেক্ষা করে তাদের মারধর করে আটক করা অটোরিক্সা জোর করে নিয়ে যায়।

সিটি করপোরেশনের গার্ডদের হামলায় আহত অটো শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা মাসুদ সিকদার ও ক্যাশিয়ার মো. সবুজ বলেন, তাদের ওপর সিটি কর্পোরেশনের গার্ডসহ অন্য কর্মচারীরা অতর্কিত ভাবে আক্রমণ চালিয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরপূর্বে উভয়গ্র“পের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলেও তিনি জানান।

(টিবি/এসসি/মার্চ১৭,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test