E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনাপোলে কাস্টমস-সিঅ্যান্ডএফ কর্মীদের সংঘর্ষে আহত ৩

২০১৫ মার্চ ২৪ ১৮:২৭:৪৪
বেনাপোলে কাস্টমস-সিঅ্যান্ডএফ কর্মীদের সংঘর্ষে আহত ৩

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে ঘুষ দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে কাস্টমস-সিঅ্যান্ডএফ কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বেনাপোল কাস্টমস চেকপোস্টে এ ঘটনা ঘটে।

এদিকে, সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে আধাঘণ্টা আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান,সিঅ্যান্ডএফ এজেন্ট এ আর এন্টার প্রাইজের কর্মচারী নজরুল ও কাজ এন্টার প্রাইজের কর্মচারী কবীর তাদের এক আমদানিকারক পাসপোর্টযাত্রীকে সঙ্গে নিয়ে চেকপোস্ট কাস্টমসে ঢোকেন।

এসময় তাদের সঙ্গে সামান্য মালামাল থাকায় কাস্টমসের সিপাই আব্দুল্লাহ ও অপূর্ব টাকা দাবি করেন। ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে কাস্টমস সিপাইরা সিঅ্যান্ডএফের দুই কর্মচারীকে আটকে রেখে মারপিট করে।
বিষয়টি সিঅ্যান্ডএফ কর্মচারীরা জানতে পেরে এর প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেন।

এরপর সিঅ্যান্ডএফ কর্মচারীরা চেকপোস্ট কাস্টমসে ঢুকে সিপাই অপূর্বকে মারপিট করে নজরুল ও কবীরকে ছাড়িয়ে আনেন। এতে ৩ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি শান্ত করে। আধাঘণ্টা পর আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার নুরুজ্জামান জানান, ঘুষ বাণিজ্য নয়, ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(জেকেএম/এএস/মার্চ ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test