E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সলঙ্গায় চৈত্রহাটি মন্দিরে অগ্নীকান্ড

২০১৫ মার্চ ২৫ ১২:৫২:২৪
সলঙ্গায় চৈত্রহাটি মন্দিরে অগ্নীকান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার চৈত্রহাটি মন্দিরে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। মন্দির সংলগ্ন রন্ধনশালার জানালা দিয়ে খড়কুটা জ্বালিয়ে দুর্বৃত্তরা বুধবার ভোর রাতে মন্দিরে আগুন দেবার চেষ্টা করে।

কিন্তু অল্পের জন্য আগুনের বিস্তার ও ক্ষয়ক্ষতি হয়নি। মন্দিরের দেবাত্তর সম্পত্তির দখল এবং কমিটি নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও প্রশাসনের ধারনা। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামিম আলম ও সলঙ্গা থানার ওসি রেজাউল হক সকালে দুঘর্টনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা কাউকেও আটক সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানান, মন্দিরের দেবাত্তর সম্পত্তির ভোগদখল এবং কমিটি গঠন নিয়ে স্থানীয় অ্যাডভকেট প্রনব কুমার নন্দী এবং তার নিকট আত্বীয় ডলি রানীর মধ্যে দীর্ঘদিন থেকেই দ্বন্দ্ব রয়েছে। বুধবার ওই মন্দিরে বাসন্তি পূজার আয়োজন করার কথা ছিল। পূজা শুরুর আগে ভোর রাতে কে বা কারা মন্দিরের পেছনে রন্ধনশালার জ্বানালা দিয়ে খড়কুটা ফেলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই তা নিভিয়ে ফেলে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামিম আলম জানান, মন্দিরের দেবাত্তর সম্পত্তির দখল ও কমিটি নিয়ে অ্যাডভকেট প্রনব কুমার নন্দী, নিকট আত্বীয় ডলি রানীসহ স্থানীয় কতিপয় লোকজনের ত্রিমূখী দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে। এর আগেও গত বছর আদিবাসি স্কুলে আগুন দেওয়া হয়।

পুলিশ সুপার এস.এম.এমরান হোসেন বলেন, মন্দিরের জায়গাই মূল রহস্যের কারন। সংখ্যালঘূ এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমরা হার্ড-লাইনে যেতেও পারছি না।

(এসএস/পিবি/মার্চ ২৫,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test