E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচন প্রচারণায় ব্যস্ত মধুখালী

২০১৫ মার্চ ২৫ ১৬:০৬:০৮
নির্বাচন প্রচারণায় ব্যস্ত মধুখালী

ফরিদপুর প্রতিনিধি : শেষ মূহুর্তে প্রচার প্রচারণায় জমে উঠেছে ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচন। প্রার্থীরা রাত-দিন প্রচার প্রচারণায় এখন জমজমাট অবস্থা গোটা মধুখালী পৌর এলাকা। প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন নিয়ে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা এলাকা সাথে থাকছে মাইক। প্রার্থীরা বিভিন্ন ধরনের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে মহিলা কর্মীদের প্রচারনা চোখে পড়ার মতো। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ-বিএনপি’র সমর্থিত প্রার্থীরা প্রথম মেয়র হবার লড়াইয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন। অবশ্য এ ক্ষেত্রে আওয়ামী লীগ রয়েছে সুবিধাজনক অবস্থায় একক প্রার্থী দিয়ে। অন্যদিকে বিএনপির রয়েছে তিনজন প্রার্থী। নির্বাচনে মেয়র পদে লড়ছেন চার জন। আওয়ামী লীগ সমর্থিত নাগরিক সমাজের প্রার্থী হচ্ছেন খন্দকার মোরশেদ রহমান লিমন, বিএনপি সমর্থিত সম্মিলত নাগরিক ঐক্যজোটের প্রার্থী হচ্ছেন শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল আলিম মানিক ও সাবেক ছাত্রদল নেতা হামিদুজ্জামান প্রিন্স। কাউন্সিলর পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ১৪ জন প্রার্থী। আগামী ২৯ মার্চ এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মেয়র পদে মূলত দুজনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। মধুখালী সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ সতেজ, রাজনীতিতে আসা নতুন মুখ খন্দকার মোরশেদ রহমান লিমনের মধ্যে। নির্বাচনী প্রচারনায় বর্তমান ও সাবেক তিন এমপি তিন প্রার্থীর পক্ষে প্রচারনায় যোগ দেয়ায় ভিন্নমাত্রা পেয়েছে নির্বাচনের আমেজে। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আবদুর রহমান প্রচারনা চালাচ্ছেন খন্দকার মোরশেদ রহমান লিমনের পক্ষে। অপরদিকে সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর মাঠে নেমেছেন শাহাবুদ্দিন আহমেদ সতেজের পক্ষে। আর সাবেক আরেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম

নেমেছেন যুবদল নেতা মানিকের পক্ষে। দুপুরের পর থেকে গোটা পৌর এলাকা পরিনত হয় প্রার্থীদের মিলন মেলায়। মেয়র, কাউন্সিলর আর মহিলা কাউন্সিলরদের প্রচারনায় নামা শতাধিক মাইকের শব্দে কান ঝালাপালা হচ্ছে পৌরবাসীর। তার পরও এসব তারা মেনে নিচ্ছেন প্রথম বারের মতো পৌরসভার ভোট হওয়ায়। প্রার্থীদের সাথে ভোটারদেরও উৎসাহ-উদ্দিপনার কমতি নেই। মধুখালী পৌরবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবার অঙ্গীকার করলেও যারা পৌরবাসীর জন্য কাজ করবেন তাকেই তারা ভোট দেবেন বলে জানিয়েছেন। প্রার্থীদের প্রচারনায় হাট-বাজার থেকে শুরু করে সর্বত্রই এখন জমজমাট অবস্থা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে রাতের আধারে কালো টাকা উড়ছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে প্রভাব খাটানোর কথাও বলছেন কেউ কেউ। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন নিয়ে তাদেও সকল প্রস্তুতি সম্পন্ন। তিনি আরো জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ১৬ হাজার ৫শ ৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ৩শ ৩১ জন আর মহিলা ভোটার হচ্ছে ৮ হাজার ২শ ৩৫ জন।

(এসডি/পিবি/মার্চ ২৫,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test