E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়া প্রেসক্লাবে টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ

২০১৫ মার্চ ২৭ ১৮:৩৪:০৬
বগুড়া প্রেসক্লাবে টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ

বগুড়া প্রতিনিধি : বগুড়া প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা দিবস টি-টুয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ সকাল ৯টায় বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। খেলায় যমুনা দল ৬ উইকেটে বাঙালী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাঙালী দল নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটে ১০৫ রান করে। বাঙালী দলের এইচ আলিম ২৬, আব্দুস সালাম বাবু ২৩, সোয়েল রানা ১৫, মাসুদুর রহমান রানা ১৪ , শাহিনুর রহমান বিমু ১, আমিনুর রহমান কোয়েল ৫ ও সাজেদুর রহমান সিজু ১ রান করেন। যমুনা দলের মোস্তফা মোঘল ২টি মাহমুদুল আলম নয়ন ও রাহাত রিটু ১ টি করে উইকেট লাভ করেন। জবাবে ১০৬ রানের টার্গেটে খেলতে নেমে যমুনা দল ৪ উইকেট হারিয়ে জয়লাভ করে। দলের পক্ষে আমিনুল ইসলাম মুক্তা ৪৬, মহিত উল আলম মিলন ১৬, শফিকুল ইসলাম শফিক ১০, মহসিন রাজু ৮, কামাল সিদ্দিকী ৭ রান করেন। বাঙালী দলের সোয়েল রানা ২টি, মাসুদুর রহমান রানা ও শাহিনুর রহমান বিমু ১ টি করে উইকেট লাভ করেন।

খেলা শেষে বেলা সাড়ে ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। তিনি চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ ট্রফিসহ প্রত্যেক খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় বক্তব্য রাখেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, সাহিত্য সম্পাদক জেএম রউফ, পাঠাগার সম্পাদক তানসেন আলম, ক্রীড়া উপ কমিটির সদস্য রেজাউল হাসান রানু, এইচ আলিম, তোফাজ্জল হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএসবি/এএস/মার্চ ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test