E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে যশোরে নাট্য মেলা

২০১৫ মার্চ ২৮ ১৬:১৬:০৩
বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে যশোরে নাট্য মেলা

যশোর প্রতিনিধি :  বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে পুনশ্চ যশোর এক দিনের নাট্য মেলার আয়োজন করে। যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে শুক্রবার সন্ধ্যায় এই নাট্য মেলায়  নাটক খ্যাতির বিড়ম্বনা, অ-বিজ্ঞ পন্ডিতের পাঠশালা, ফুল বাগানে শেয়াল, ইদারা, জরি বিবি সংসার ও বৌ নামে ৬টি নাটক মঞ্চস্থ করে। বিপুল সংখ্যক দর্শক এই নাটক গুলি উপভোগ করেন।

যশোরের সাংস্কৃতিক অঙ্গনে পুনশ্চ এর পথ চলা গত ২০১১ সাল থেকে। ইতিমধ্যে এই সংগঠনটি তাদের নানা বিধ কর্মকান্ড দিয়ে যশোরের সাংস্কুতিক অংঙ্গনের নিজেদের অবস্থানকে শক্ত স্থানে নিয়ে গেছে।
বাঙ্গালী সংস্কৃতির সকল শাখায় পুনশ্চের বিচরণ রয়েছে সবার সাথে। বসস্ত উৎসব,চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ,জৈষ্ঠ মাসে ফল উৎসব, মাঘ মাসে পিঠাউৎসবসহ সকল জাতীয় উৎসবই পালন করে পুনশ্চ। তাই ধারাবাহিকতায় এই নাট্য উৎসবর আয়োজন।

(জেডকে/পিবি/মার্চ ২৮,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test